৩৭০ ধারা বিলোপ করে নেওয়ায় বেজায় চটেছে পাকিস্তান। তাই প্রতিশোধ হিসেবে নাশকতার ছক কষা হয়েছে বারাণসীতে। দেশের গোয়েন্দা দফতর সূত্রে এই খবর মিলেছে। হিসেব অনুযায়ী প্রধানমন্ত্রীর লোকসভা কেন্দ্র বারাণসী। তাই সেখানেই নাশকতার পরিকল্পনা করছে হাফিজ সইদের সন্ত্রাসবাদী সংগঠন লস্কর–ই–তৈবা। দেশের অন্যতম পবিত্র শহর বারাণসীতে লস্কর–ই–তৈবার ঘাঁটি শক্ত করতে জঙ্গী হামলার ছক কষা হয়েছে বলে খবর। এমনকী মন্দির শহরে গত তিনমাস ধরে লস্করের বেশ কয়েকজন মাথা যাতায়াত করতে শুরু করেছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে যে রিপোর্ট দেওয়া হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে, উমর মাদানি নামে এক সন্ত্রাসবাদী এবং আর একজন নেপাল থেকে এসে বারাণসীতে থাকতে শুরু করেছে। মে মাসে তিনদিন ছিল তারা। তাদের মূল উদ্দেশ্য ছিল শহরে লস্করের নেটওয়ার্ক বাড়ানো ও ধারাবাহিক বিস্ফোরণের ছক করা।
রিপোর্টে উল্লেখ করা হয়েছে, উমর মাদানি ভারতে লস্করের জঙ্গী নিয়োগকারী। বারাণসীতে মে মাসের ৭–১১ তারিখ পর্যন্ত একটি গেস্ট হাউস ভাড়া করে থাকতে শুরু করে। নাশকতার ছক অনুযায়ী শহরের কোথায় কোথায় হামলা করা হবে তার নীল নকশা তৈরি করতে বেশ কয়েকজনের সঙ্গে যোগাযোগ করে উমর। উল্লেখ্য, এখানেই আগে হুজি জঙ্গীরা বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল।