দেশজুড়ে গো-রক্ষার নামে ঘটে চলেছে গণপ্রহার। বাংলাতেও বেশকিছু গণপ্রহারের ঘটনা ঘটেছে। আর এই গণপ্রহার আটকাতে নতুন রূপরেখা তৈরির নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গেল, গণপ্রহার আটকাতে আনা হবে বিল। আগামিকাল অথবা শুক্রবার বিধানসভায় আসতে চলেছে এই বিল। মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যে গণপ্রহার আটকাতে কড়া পদক্ষেপ নিতে চলেছে সরকার।
সূত্রের খবর, জেলা পুলিশ সুপারের আওতায় ও কমিশনারেটগুলিতে এমন সমস্যা মোকাবিলার জন্য পৃথক নোডাল অফিসার থাকবেন। পাশাপাশি, জেলায় ও কমিশনারেটে তৈরি করা হচ্ছে টাস্ক ফোর্স। যারা এই গণপিটুনির বিষয়ে নজরদারি চালাবে। কোনও অঞ্চলে গণপ্রহারের ঘটনা ঘটে থাকলে বা এরকম কিছু আশঙ্কা থাকলেই সেই অঞ্চলে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
উল্লেখ্য, রাজ্যে সম্প্রতি গণপিটুনির একাধিক ঘটনা ঘটেছে। গণপিটুনিতে মৃত্যুর ঘটনাও ঘটেছে। ছেলেধরা গুজবকে কেন্দ্র করে গণপিটুনি, চোর সন্দেহে গণপিটুনি প্রভৃতি বিভিন্ন ঘটনা সামনে এসেছে। গণপিটুনিতে মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটেছে। যেখানে ব্যতিক্রম নয় কলকাতাও।
খাস কলকাতার বুকে কাশীপুরে, এমনকি মুখ্যমন্ত্রীর এলাকা কালীঘাটেও গণপিটুনির ঘটনা ঘটেছে। আর তারপরই রাজ্যে গণপিটুনি রুখতে নবান্ন বিল আনার কথা ভাবছে বলে প্রশাসন সূত্রে খবর। প্রসঙ্গত, ২০১৮ সালে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল গণপ্রহার আটকাতে সঠিক পদক্ষেপ করতে হবে রাজ্যগুলিকেই। সেই বিষয়টিকে মাথায় রেখেই এবার রূপরেখা তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর।