কলকাতা পুরসভা ডেঙ্গি প্রতিরোধে এসএসকেএম হাসপাতালকে মডেল করতে চায়। সোমবার সকালে কলকাতার ডেপুটি মেয়র, মেয়র পারিষদ (স্বাস্থ্য) অতীন ঘোষ অভিযান চালান এসএসকেএম হাসপাতাল ও ন্যাশনাল লাইব্রেরিতে। এসএসকেএম হাসপাতাল চত্বর পরিদর্শন করে অভিভূত ডেপুটি মেয়র। তিনি জানান, টানা কয়েক বছর ধরে এসএসকেএম হাসপাতালে অভিযান চালানো হচ্ছে। বেহাল দশা ছিল। শুধু হাসপাতাল নয়, তার আশপাশের অবস্থাও খুব খারাপ ছিল। সেই জায়গা থেকে এসএসকেএম হাসপাতালের পুরো রূপ বদলে গেছে।
এবার থেকে ড্রোন উড়িয়ে নজরদারি নয় মশার লার্ভা মারার ওষুধও স্প্রে করবে পুরসভা। ঢাকার পর এবার ব্যাঙ্ককও মুগ্ধ ডেঙ্গি মোকাবিলায় কলকাতা পুরসভার কাজে। সম্প্রতি এ নিয়ে ব্যাঙ্ককে গিয়েছিলেন ডেপুটি মেয়র। ড্রোন উড়িয়ে মশার আতুঁরঘর নজরদারিও ব্যাঙ্ককে প্রশংসিত। সেখানকার রাস্তার খাবার ও ডেঙ্গি প্রতিরোধ ব্যবস্থা দেখেন। সেখানেও কলকাতার ডেঙ্গি প্রতিরোধ ব্যবস্থা প্রশংসা কুড়িয়েছে।
ডেঙ্গি প্রতিরোধে হাসপাতাল থেকে ৬টি দল তৈরি করা হয়েছে। হাসপাতাল ও পুরসভার প্রতিনিধিদের নিয়ে তৈরি করা হয়েছে এই দল। এই ৬টি দল নিয়মিত হাসপাতালের প্রতিটি জায়গায় ঘুরে ঘুরে নজরদারি চালায়। কোথাও কোনও ত্রুটি দেখলে সঙ্গে সঙ্গে নিজেরা ব্যবস্থা নেন। রীতিমতো হাসপাতালের ম্যাপ দেখে পরিকল্পনা করে কাজ করে চলেছে এই দল। যা সত্যি প্রশংসনীয়।
হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তাদের কাজের রিপোর্ট চাওয়া হয়েছে। আগামী দিনে ডেঙ্গি প্রতিরোধে এসএসকেএমের কর্মপদ্ধতিকেই মডেল করে শহরের অন্যান্য হাসপাতালগুলোকে দেওয়া হবে। সেইভাবেই কাজ করতে হবে অন্য হাসপাতালগুলোকে।