দেশ জুড়ে বাড়ছে এটিএম জালিয়াতির সংখ্যা। এই অপরাধ ঠেকাতে এবার একগুচ্ছ প্রস্তাব নিয়ে এল দিল্লীর স্টেট লেভেল ব্যাংকার্স কমিটি বা এসএলবিসি। এই কমিটির দেওয়া প্রস্তাবের মধ্যে রয়েছে এটিএম থেকে দু-বার টাকা তোলার মধ্যে অন্তত ৬-১২ ঘণ্টার সময় পার্থক্য রাখা।
২০১৮-১৯ সালে শুধুমাত্র দিল্লীতে ১৭৯টি এটিএম জালিয়াতির ঘটনা ঘটেছে। গোটা দেশের এই সংখ্যাটা ৯৮০। এটিএম কার্ড নকল করার চক্রের জাল এ দেশ ছাড়িয়ে বিদেশের ছড়িয়ে রয়েছে বলে জানিয়েছে প্রশাসন। এছাড়া প্রত্যেকবার এটিএম থেকে টাকা তোলার সময় ওয়ান টাইম পাসওয়ার্ডও মোবাইলে পাঠানো হতে পারে।
ওরিয়েন্টাল ব্যাংক অফ কমার্সের সিইও মুকেশ কুমার জৈন বলেন, “দেখা গিয়েছে এটিএম-এ বেশিরভাগ জালিয়াতির ঘটনা গভীর রাতে ঘটে। এটিএম থেকে দু-বার টাকা তোলার মধ্যে একটা সময়ের ব্যবধান বজায় রাখতে পারলে এই সমস্যার অনেকটাই সমাধান সম্ভব বলে আশা করছি”। অর্থাত্ এই নির্দেশ কার্যকর হলে এবার একটি কার্ড দিয়ে এটিএম থেকে একবার টাকা তোলার পর অন্তত ৬-১২ ঘণ্টার আগে দ্বিতীয়বার টাকা তুলতে পারবেন না আপনি।