খানাকুলে ‘জয় শ্রীরাম’ না বলায় ফের আক্রান্ত তৃণমূল কর্মী। ‘জয় শ্রীরাম’ না বলায় তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় আক্রান্ত তৃণমূল কর্মী রবীন সাঁতরা স্থানীয় পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
রবীন সাঁতরা দীর্ঘদিন ধরে তৃণমূলের সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত। তার বাড়ি খানাকুল দুই নম্বর ব্লকের মোস্তফাপুর গ্রামে। রবিবার রাত এগারোটায় কিছু বিজেপি আশ্রিত দুষ্কৃতী রবীনবাবুর বাড়ির সামনে হাজির হন। তাকে উদ্দেশ্য করে গালি দেন। ঘর থেকে বাইরে বার করে মারধর করে। এবং হুমকি দেন যে, বিজেপি করতেই হবে। এরপর রবীনবাবুকে জোর করে ‘জয় শ্রীরাম’ বলানোর চেষ্টা করে। তিনি না মানায় তাকে আরও মারধর করা হয়। এরপর তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।