দীর্ঘদিন পর ফের রাজনীতিতে নামছেন সঞ্জয় দত্ত। সোমবার সকাল থেকে রাষ্ট্রীয় সমাজ পক্ষের প্রধান মহাদেব জানকারের কথার জেরে এমনই খবর হয়েছিল দেশজুড়ে। কিন্তু সন্ধে নামতেই সে গুড়ে বালি।
রাষ্ট্রীয় সমাজ পক্ষ বলে কোনও রাজনৈতিক দলে তিনি যোগ দিচ্ছেন না। রাষ্ট্রীয় সমাজ পক্ষ-এর প্রধান মহাদেব জানকার তাঁর ভাল বন্ধু এবং ভাইয়ের মতো। সেই সূত্রেই তাঁর সঙ্গে মহাদেব জানকারের সম্পর্ক কিন্তু আগামী ২৫ সেপ্টেম্বর তিনি কোনও রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন না বলে স্পষ্ট জানান বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত।
দলের ১৭তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে রবিবার জানকার জানান, ‘অভিনেতা সঞ্জয় দত্ত আরএস পিতে যোগ দিতে চলেছেন। তবে তারিখ নিয়ে কিছু সমস্যা রয়েছে। সঞ্জয় সেই কারণে তারিখ মিস করেছেন। সেই জন্য তাঁর দলে অন্তর্ভুক্তি সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়ে গিয়েছে।’ তিনি আরও জানান, সঞ্জুবাবা এখন আছেন দুবাইতে। সভায় ৬০ বছরের অভিনেতার একটি ভিডিয়োও দেখানো হয়। ভিডিয়োয় জানকারকে বন্ধু ও ভাই বলে দাবি করেছেন মুন্নাভাই। তিনি আরএস পিতে প্রতিষ্ঠা দিবসে জানকারকে শুভেচ্ছাও জানান।
এ প্রসঙ্গে সঞ্জয় দত্তের অবশ্য দাবি, ‘আমি কোনও রাজনৈতিক দলে যোগ দিচ্ছি না। মিস্টার জানকার আমার খুব ভালো বন্ধু ও শুভাকাঙক্ষী। তাঁর ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানাই।’ সঞ্জয় দত্তের রাজনীতিতে যোগদান নিয়ে সব মহলে জোর চর্চা শুরু হলেও, তিনি চুপই ছিলেন। অবশেষে সোমবার এ বিষয়ে মুখ খোলেন বলিউডের ‘মুন্নাভাই’ এবং স্পষ্ট জানিয়ে দেন, তিনি কোনও রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন না।
প্রসঙ্গত ২০০৯ সালের লোকসভা নির্বাচনে লখনউ থেকে ভোটে দাঁড়ান সঞ্জয় দত্ত। ওই সময় সমাজবাদী পার্টির প্রার্থী হয়েই ভোটের ময়দানে নামেন তিনি। যদিও ওই সালের পর সঞ্জয় দত্তকে আর কখনও ভোটের ময়দানে নামতে দেখা যায়নি।