বিশ্বকাপের সেমিফাইনাল থেকে যেদিন বিদায় নেয় ভারত সেদিন থেকেই ধোনির অবসর নিয়ে শুরু হয় জল্পনা। কিন্তু মাহি নিজে কিছু বলেননি। গত দু মাস তিনি ছিলেন সেনাবাহিনীর কাজে। না, এখনও অবসর নিয়ে কিছু বলেননি তিনি। এবার ধোনির অবসর প্রসঙ্গে মুখ খুললেন সৌরভ।
ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় মনে করছেন, নিজের অবস্থা সব চেয়ে ভাল বলতে পারবেন স্বয়ং ধোনি। সৌরভ বলেছেন, ‘‘সমস্ত বড় প্লেয়ারকেই এক সময়ে জুতো তুলে রাখতে হয়। এটাই স্পোর্টস। ফুটবলে মারাদোনাকে অবসর নিতে হয়েছিল। (সচিন) তেন্ডুলকর, (ব্রায়ান) লারা, (স্যর ডন) ব্র্যাডম্যান—সবাইকেই খেলা ছাড়তে হয়েছে। এটাই নিয়ম। এমএস ধোনিকেও একই অবস্থার মধ্যে দিয়ে যেতে হবে।’’
সৌরভ মনে করেন কেরিয়ারের এমন একটা জায়গায় ধোনি এখন পৌঁছে গিয়েছেন, যিনি নিজেই নিজের অবস্থা মূল্যায়ন করে দেখতে পারবেন। ভারতের প্রাক্তন অধিনায়ক বলেন, ‘‘ধোনি এখনও ভারতকে ম্যাচ জেতাতে পারবে কিনা, সেই সিদ্ধান্ত ওকেই নিতে হবে। আজীবন খেলবে না ধোনি, ভারতীয় ক্রিকেটকে তা মেনে নিতে হবে।’’ সৌরভের ব্যাখ্যা, ‘‘ধোনি, বিরাট কোহালি, সচিন তেন্ডুলকররা খেলা চালিয়ে গেলে আগের মতোই ম্যাচ জেতাবে এরকম প্রত্যাশাই থাকে মানুষের। কতটা জ্বালানি পড়ে রয়েছে, তা একজন খেলোয়াড়ই ভাল বলতে পারবে। আমি বিশ্বাস রাখি, এ ব্যাপারে ধোনি নিজেই ওর ব্যাপারে সিদ্ধান্ত নেবে।
এরকমই মন্তব্য করছেন মুখ্য নির্বাচক প্রধান এমএসকে প্রসাদ। তিনি বলছেন, ‘‘অবসর গ্রহণ একদমই ব্যক্তিগত সিদ্ধান্ত। ধোনির মতো কিংবদন্তি ক্রিকেটার কখন ছেড়ে দেওয়া উচিত। ধোনির ভবিষ্যৎ কী, তাঁকে নিয়ে ভাবনাচিন্তা কী, তা পুরোটাই নির্বাচন কমিটির হাতে।’’
বিশ্বকাপে ধোনির কার্যকারিতা নিয়ে গলা ফাটিয়েছিল টিম ম্যানেজমেন্ট। বিশ্বকাপে ধোনিকে নিয়ে কম সমালোচনা হয়নি। বিশ্বকাপে দেশবাসীর স্বপ্ন সফল হয়নি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে মার্টিন গাপ্টিলের থ্রোয়ে স্বপ্ন ভেঙে গিয়েছিল ভারতের। ধোনি রান আউট হতেই ভারতও ছিটকে যায় বিশ্বকাপ থেকে। ফলে মাহির অবসর নিয়ে কথা ওঠা খুব স্বাভাবিক।