কুমন্তব্য করতে গেরুয়া শিবিরের জবাব নেই। লোকসভা নির্বাচনের সময় থেকে সেই যে অশালীন মন্তব্য করা শুরু করেছে তা এখনও অব্যাহত। এবার ফের বেলাগাম হলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মেচেদায় গিয়ে সভায় দাঁড়িয়ে খুনের হুমকি দিলেন তিনি। বললেন, ‘আমি খুন করা শুরু করলে, বংশই লোপাট করে দেব।’
“অতি বাড়াবাড়ি করো না, তা না হলে এমন মার মারবো বাড়ির বউ-বাচ্চাও চিনতে পারবে না। একেবারেই হাসপাতালে পাঠিয়ে দেব। আর তা না হলে জঙ্গলমহল বা পাহাড়ে পাঠিয়ে দেব। সেখান থেকে আর বেরোতে পারবেন না। রোজই পাবলিকের হাতে গণ ধোলাই খাবেন। আমি কোন আইপিএস, আইএস, ডব্লুবিসিএসকে ভয় পাই না। আমি অনেক সহ্য করেছি। আমার নামে অনেক মিথ্যে মামলা হয়েছে। আমি নাকি খুন করেছি। আমি এখনও মারিনি। আমি যদি খুন করা শুরু করি তাহলে বংশ লোপাট করে দেব। সন্তানদের মুখ কারওকে দেখতে দেব না”। মেচেদা গিয়ে ঠিক এই ভাষাতেই হুমকি দিলেন দিলীপ।
তৃণমূল কংগ্রেসকে পরোক্ষে হুঁশিয়ারি দিয়ে দিলীপ আরও বলেন, ‘আমি খুন করা শুরু করলে কারওকে খুঁজে পাওয়া যাবে না। বাড়ির লোক মুখাগ্নি করারও সুযোগ পাবে না।’ সোমবার পূর্ব মেদিনীপুরের মেছেদায় তৃণমূল ও পুলিশকে অত্যন্ত কদর্য ভাষায় আক্রমণ করে তিনি বলেন, “আমি জঙ্গলমহলের ছেলে। কাউকে ভয় পাই না। আর ছেড়েও কথা বলি না। আপনারা আগে মেরে আসুন, কাউকে ক্ষমা করবেন না। যদি আপনারা সত্যি কারোর বাপের ব্যাটা হন তাহলে তা করে দেখাবেন। আর যদি তা না করেন, তাহলে আপনারা বিজেপি করবেন না। আমি স্পষ্ট কথা বলতে ভয় পাই না।”
এর আগেও বেশ কয়েকবার বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে এসেছেন বিজেপির রাজ্য সভাপতি। শাসকদলের বিরুদ্ধে তাঁর মন্তব্যে তীব্র নিন্দার ঝড় উঠেছে। ফের এ ভাবে তিনি খুনের হুমকি দেওয়ায় ধীক্কার জানিয়েছে নানা মহল। সরব হয়েছে তৃণমূলও।