এবার মাস্টার ব্লাস্টার বলে দিলেন টেস্ট ক্রিকেটের আকর্ষণ ধরে রাখার উপায়। তাঁর মতে, টেস্ট ক্রিকেটকে বাঁচিয়ে রাখতে ভাল পিচ দরকার। গত সপ্তাহে হওয়া লর্ডস টেস্টের উদাহরণ টেনে ব্যাখ্যা দিয়েছেন, “টেস্ট ক্রিকেটের পিচ লর্ডসের মতোই হওয়া উচিত। ভাল পিচে খেলা হলে কখনওই টেস্ট ক্রিকেট একঘেয়ে মনে হবে না। এই ধরনের পিচে খেলা হলে প্রতি মুহূর্তে রোমাঞ্চের রসদ থাকে। দুরন্ত বোলিং, দুরন্ত ব্যাটিং— দুই–ই দেখা যায়”।
টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ায় কি কোনও লাভ হবে? শচীনের কথায়, “একটা চ্যাম্পিয়নশিপ শুরু করে কোনও ঘরানাকে বাঁচিয়ে রাখা যায় না। লাবুশানে যেভাবে বল ছাড়ছে, অসাধারণ। টেস্টেই এরকম দেখা যায়। কোন বলটা ছাড়তে হবে, কোনটা রক্ষণাত্মক ভঙ্গিতে খেলবে— সেটা জানতে হয়”।
জোফ্রা আর্চার বনাম স্টিভ স্মিথের লড়াই দেখে শচীন রোমাঞ্চিত। বলেছেন, “স্মিথের চোট দুর্ভাগ্যজনক। তবে আর্চার যখন ওকে চ্যালেঞ্জ করছিল, টেস্ট ক্রিকেটের রোমাঞ্চ অন্য পর্যায়ে পৌঁছেছিল। দু’জনের লড়াই এতই আকর্ষণীয় ছিল যে সবকিছু ভুলে সবাই তখন টেস্ট ক্রিকেট দেখেছে। লর্ডসে শেষদিন যখন ইংল্যান্ড উইকেট তুলে নিচ্ছে আর অস্ট্রেলিয়া বেঁচে থাকার চেষ্টায়, তখন বারবার মনে হয়েছে, এরপর কী হবে। এই আকর্ষণ সত্যিই অন্যরকম। চার–পাঁচ সপ্তাহ আগেই যে ক্রিকেটের বিশ্বকাপ হয়ে গেছে, লোকে সেটা ভুলে গেছে। সবাই এখন চর্চা করছে টেস্ট ক্রিকেট নিয়ে। এটা ইতিবাচক দিক”।