‘যাঁরা কাশ্মীরের সব সম্পদ লুট করেছেন তাঁদের খুন করা উচিত।’ এর আগে এমনই বিস্ফোরক মন্তব্য করে বিতর্ক বাঁধিয়েছিলেন জম্মু-কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক। কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে ‘বাকযুদ্ধেও’ জড়িয়েছেন রাহুল গান্ধীর সঙ্গে। আর এবার ফের বিতর্কিত মন্তব্য করে বসলেন তিনি। দশদিন যদি টেলিফোন না চলে ক্ষতি কী? মানুষ তো মারা যায়নি! কাশ্মীর পরিস্থিতি নিয়ে বিরোধীদের সমালোচনার জবাবে এবার এমনই মন্তব্য করলেন জম্মু-কাশ্মীরের রাজ্যপাল।
সংবাদ সংস্থাকে সত্যপাল বলেছেন, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে যাবে। তবে কাশ্মীরে টেলিফোন লাইন কাজ করছে না, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যাচ্ছে না, এসব বলে একটা অংশ থেকে যে খবর ছড়ানো হচ্ছে, তা ঠিক নয়। অন্য সময় হলে এই অবস্থার পর এক সপ্তাহে কমপক্ষে ৫০ জন মারা যেত। কিন্তু সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করার পর থেকে একজনও সাধারণ মানুষের প্রাণহানি হয়নি, সেটাই সবচেয়ে বড় কথা। এর আগেও মোদী সরকারের হয়ে সাফাই গাইতে গিয়ে সত্যপাল বলেছিলেন, জম্মু-কাশ্মীরের পরিস্থিতি শান্তিপূর্ণ। যে কারণে রাহুলের তোপের মুখে পড়তে হয় তাঁকে।