শহরের বুকে ফের হেনস্থার শিকার টলিপাড়ার এক অভিনেত্রী। রুবি মোড় সংলগ্ন পেট্রল পাম্পের দুই কর্মীর বিরুদ্ধে উঠল অভিযোগ। টলিউডের অভিনেত্রী জুহি সেনগুপ্ত এবং তাঁর পরিবার হেনস্থার শিকার হন বলে অভিযোগ। ইতিমধ্যে কসবা থানায় অভিযোগ দায়ের করেছেন জুহি। ঘটনার তদন্তে নেমে দুই অভিযুক্ত মহেশ যাদব এবং রাজেশ ঝা নামে পেট্রল পাম্পের দুই কর্মীকে আটক করেছে পুলিশ। চাওয়া হয়েছে পেট্রল পাম্পের সিসিটিভি ফুটেজও।
এর আগে চলতি বছর জুনে রাতের কলকাতায় হেনস্থার শিকার হন প্রাক্তন মিস ইউনিভার্স ইন্ডিয়া উষসী সেনগুপ্ত৷ ১০ জুলাই ফের এক টলিউড অভিনেত্রীকে হেনস্থার অভিযোগ ওঠে অ্যাপ–ক্যাব চালকের বিরুদ্ধে৷
জানা গিয়েছে, শুটিংয়ের জন্য বেশ কয়েকদিন দেশের বাইরে থাকা জুহি সম্প্রতি বাড়ি ফিরেছিলেন। রবিবার ছুটির দিন হওয়ায় বাবা ডাঃ প্রবীর সেনগুপ্ত, মা এবং বোনকে নিয়ে গাড়ি করে ঘুরতে বেরোন পেশায় মডেল তথা অভিনেত্রী জুহি সেনগুপ্ত। এরপর সকাল সাড়ে ন’টা নাগাদ রুবি মোড়ের কাছে একটি পেট্রল পাম্পে গাড়ির তেল ভরার জন্য দাঁড়ান। পাম্পকর্মীকে দেড় হাজার টাকার তেল দিতে বলা হয়। কিন্তু বিবেক কুমার যাদব নামে পাম্পের এক কর্মী তিন হাজার টাকার তেল ভরে দেন গাড়িতে।
এই নিয়েই সাময়িক প্রতিবাদ করে ওই কর্মীকে অভিনেত্রী প্রশ্ন করেন, দেড় হাজার টাকার তেল দিতে বলার পরেও কেন তিনি দ্বিগুন টাকার তেল ভরেছেন? এরপরই নাকি প্রশ্ন শুনে রেগে যান পেট্রল পাম্পের ওই কর্মী। তেড়ে যান তাঁদের দিকে। পাম্পের অন্য আর এক কর্মীও এসে তাঁদের গাড়িতে আচমকা চড়াও হন। অভিনেত্রীর আরও অভিযোগ, মহেশ যাদব ও রাজেশ ঝা নামে পেট্রোল পাম্পের দুই কর্মী তাঁর বাবার গায়ে হাত তোলেন। এমনকি গাড়ির চাবি জোর করে খুলে নেওয়া হয়।
এরপর চাবি খুলে নেওয়ার প্রতিবাদ করলে পেট্রল পাম্পের আরও দুই কর্মী বচসায় জড়িয়ে পড়েন। আচমকা ধাক্কাধাক্কিতে কিছুটা অসুস্থও হয়ে পড়েন তিনি। বাবাকে বাঁচাতে গেলে তাঁকে এবং বোনকেও ধাক্কা দেওয়া হয়। এরপরেই সোশ্যাল মিডিয়ায় লাইভ করে গোটা ঘটনাটি প্রকাশ্যে আনেন অভিনেত্রী। সেখানে পেট্রল পাম্প কর্মীদের দাদাগিরির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। এরপর ১০০ ডায়াল করে পুলিশে ফোন করেন।
কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে আসেন কসবা থানার পুলিশ। পুলিশের কাছে মৌখিক অভিযোগ জানায় সেনগুপ্ত পরিবার। অভিযোগের ভিত্তিতে পুলিশ মহেশ যাদব নামে এক পেট্রল পাম্প কর্মীকে আটক করে থানায় নিয়ে যায়। পরে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন জুহি। সেই অভিযোগের ভিত্তিতে বিবেককেও আটক করে পুলিশ।