আগামীকাল শুরু হতে চলেছে ইউ এস ওপেন। এবার ইউ এস ওপেনের প্রথম ম্যাচই হতে চলেছে বেশ উপভোগ্য। কারণ আগামীকাল মুখোমুখি হতে চলেছেন সেরেনা এবং শারাপোভা। ভারতীয় সময় অনুসারে এই ম্যাচটি মঙ্গলবার ভোর সাড়ে চারটের সময় শুরু হবে।
সেরেনা এবং শারাপোভা নিজেদের কেরিয়ারের সেরা সময়টা পেরিয়ে এসেছেন। একটা সময় যে কোনও গ্র্যান্ডস্লামে এই দুই মহাতারকার লড়াই মারাত্মক উপভোগ্য ছিল। কিন্তু তবুও আগামীকালের যুদ্ধে যে কাউকে এতটুকুও জায়গা ছাড়বেন না তা বলাই বাহুল্য।
অন্যদিকে উইম্বলডনের ব্যর্থতা ভুলে এবার নতুন অভিযান শুরু করতে চলেছেন রজার ফেডেরার। ইউ এস ওপেনে তাঁর মুখোমুখি হতে চলেছেন সুমিত নাগালের। রবিবার ফেডেরার বললেন, ‘‘মনে হয় না আগে কখনও এখানে এতটা তরতাজা হয়ে খেলতে এসেছি। শেষ কয়েক বছরে তো নয়ই। যা আমাকে এ বারের টুর্নামেন্টের জন্য অবশ্যই আলাদা শক্তি দিচ্ছে।’’ সঙ্গে যোগ করলেন, ‘‘আমি যুক্তরাষ্ট্র ওপেনের জন্য পুরোপুরি তৈরি। জানি এখানে চ্যাম্পিয়ন হওয়া খুব কঠিন। তবে এটাও মনে হচ্ছে যে, যারা ট্রফি জিততে চায় তাদের আমিও একজন।’’
ইউ এস ওপেনের পুরুষদের সিঙ্গলসে ফেবারিট সেই নোভাক ডকোভিচ, রজার ফেডেরার ও রাফায়েল নাদাল। মহিলা সিঙ্গলসের প্রথম রাউন্ডে ফরাসি ওপেন চ্যাম্পিয়ন অ্যাশলি বার্টি খেলবেন কাজাখস্তানের জারিনা ডিয়াসের বিরুদ্ধে। পুরুষ বিভাগে শীর্ষ বাছাই গতবারের চ্যাম্পিয়ন ডকোভিচের সামনে স্পেনের রবার্তো কারবেলা বায়েনা। মহিলা সিঙ্গলসে শীর্ষ বাছাই জাপানের নাওমি ওসাকা প্রথম রাউন্ডে খেলবেন রাশিয়ার আন্না ব্লিনকোভার বিরুদ্ধে।