চলছে টেস্ট চ্যাম্পিয়নশিপ। সারা বিশ্বের ক্রিকেট খেলিয় দেশগুলো নিজেদের মধ্যে টেস্ট ম্যাচ খেলেছে। সেখানেই ভারত শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ দিয়ে। এই ভারতীয় টিমে আছে তারুণ্য-কেন্দ্রিক। তবে এই দল নির্বাচন নিয়ে কিছুটা প্রশ্ন থেকেই যাচ্ছে। মূল প্রশ্ন ভারতীয় দলের উইকেট রক্ষককে নিয়ে। যে ভূমিকায় এখন আছেন দিল্লীর ঋষভ পন্থ। টেস্ট থেকে মহেন্দ্র সিং ধোনি অবসর নেওয়ার পর থেকে এই জায়গা নিয়ে টালমাটাল চলছে। এই স্থানে অন্যতম পছন্দ বাংলার ঋদ্ধিমান সাহা। তবে চোটের জন্য মাঠের বাইরে থাকায় সুযোগ হয় পন্থের। কিন্তু বারবার ব্যাটিংয়ে ভরাডুবি হওয়ার পরেও সুযোগ মিলছে দিল্লীর এই ক্রিকেটারের। সেখানেই দানা বাঁধছে প্রশ্ন।
পাশাপাশি একদিনের ম্যাচে তাঁর ব্যর্থতা চোখে পড়ার মতো। একদিনের ক্রিকেটে তাঁর ব্যর্থতা কিন্তু চোখে পড়ার মতো। ১২টি ম্যাচ খেলে তাঁর সংগ্রহ ২২৯ রান। গড় ২২.৯। নেই কোনও শতরান। বিশ্বকাপের মাঝ পথে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল। গুরুত্বপূর্ণ চার নম্বর জায়গায় নামানো হয়েছে। কিন্তু ঋষভ পাল্টাননি। তাঁর যেন খেলার একটাই ধরন। নিজেকে পাল্টাতে পারেননা তিনি। গাড়ি সব সময় ফোর্থ গিয়ারে। ৩০-এর গণ্ডি পেরলেই নড়বড় করতে থাকেন। বেশির ভাগ ম্যাচেই ৩০ পেরিয়েই ছুড়ে দিয়েছেন উইকেট। একদিনের ম্যাচে স্ট্রাইক রেট ৯৬.৬২। টেস্টে ৭৩.৮০ এবং টি২০-তে ১২৪.২৭। বোঝাই যাচ্ছে তিনি দ্রুত রান তোলার লক্ষ্য নিয়েই মাঠে নামেন। কিন্তু ক্রিকেট খেলা মানে তো শুধুই চার, ছয় নয়। এখানে দরকার ধৈর্য।
এই ক্যারিবিয়ান সফর ঋষভের কাছে নিজেকে প্রমাণ করার। নিয়মিত দলে জায়গা পাকা করার। কিন্তু তার লক্ষণ দেখা যায়নি তাঁর খেলায়। বরং সেই উইকেট ছুড়ে দেওয়ার রোগটাই বেশি করে দেখা যাচ্ছে। যে পরিমাণ সুযোগ তিনি পাচ্ছেন, এবার প্রশ্ন উঠছে সেই নিয়ে। সত্যিই কি তিনি যোগ্য এত সুযোগের? এই টেস্ট সিরিজে ঋদ্ধিকে না খেলিয়ে ভারতীয় দল আভাস দিয়েছে পন্থকেই ভবিষ্যতের জন্য তৈরি করার, কিন্তু প্রথম ইনিংসে ২৪ রানে আউট হন তিনি।