জম্মু-কাশ্মীর আর লাদাখের ভৌগোলিক এলাকা পুনর্বিন্যাসের কারণেই বিধানসভা ভোটে বিলম্ব ঘটবে। জানা গেছে, কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভোটের জন্য অপেক্ষা করতে হতে পারে ২০২১ সাল পর্যন্ত। জাতীয় নির্বাচন কমিশন সূত্রেই এই খবর পাওয়া গিয়েছে। ৩৭০ ধারা রদ হতেই জম্মু–কাশ্মীর থেকে লাদাখ আলাদা হয়েছে। কিন্তু এখনও তাদের সীমানা নির্ধারিত হয়নি।
কমিশন সূত্রের খবর, কাগজে কলমে ৩১ অক্টোবর, ২০১৯ থেকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে জম্মু–কাশ্মীর আর লাদাখ। সেদিন লিখিতভাবে নির্বাচন কমিশনকে তাদের ভৌগোলিক এলাকা পুনর্বিন্যাসের অনুরোধ জানাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সেই অনুরোধের ভিত্তিতে নভেম্বরের শেষে বিধানসভার আসন ভাগের কাজে হাত দেবে নির্বাচন কমিশন। ৯ থেকে ১০ পর্বের কাজ শেষ হতে সময় লাগবে ১৪ মাস। সব মিলিয়ে জম্মু–কাশ্মীরের বিধানসভা ভোট হতে হতে ২০২১ সাল পড়ে যাবে।
লাদাখ সঙ্গে থাকায় জম্মু-কাশ্মীরের বিধানসভা আসন সংখ্যা একরকম ছিল। পুনর্বিন্যাসের ফলে লে, কার্গিল, জাঁসকর ও নুব্রা বিধানসভা আসন আর জম্মু-কাশ্মীরের থাকবে না। ফলে, ৮৭ থেকে জম্মু–কাশ্মীরের আসন সংখ্যা কমে দাঁড়াবে ৮৩–তে। এখন কাশ্মীরের বিধানসভা আসনের সংখ্যা ৪৬, জম্মু–র ৩৭। পুনর্বিন্যাসের পর আরও ৭টি আসন বাড়বে জম্মুতে। কারণ, সেখানকার আয়তন কাশ্মীরের থেকে বেশি। ফলে, সেখানে বিধানসভার আসন হবে ৪৪টি। সেইসঙ্গে জম্মু–কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভার মোট আসন সংখ্যা বেড়ে হবে ৯০।