একজন বিধায়ককে গ্রেফতার করতে এল আর এক সাংসদের গাড়ি। শুনতে অদ্ভুত লাগলেও এই নিয়েই তুমুল বিতর্ক বিহারের রাজনীতিতে। আর যার কেন্দ্রবিন্দু বিহারের পুলিশ অফিসার লিপি সিংকে ঘিরে। বিহারে তিনি ‘দাবাং’ অফিসার নামে পরিচিত। এইদিন বিহারের এক নির্দল বিধায়ককে গ্রেফতার করতে তিনি এলেন এক সাংসদের গাড়ি চেপে। আর তাতেই সূত্রপাত আর এক বিতর্কের।
প্রসঙ্গত, নিজের বাড়িতে বেআইনি অস্ত্রশস্ত্র থেকে বোমা মজুত রাখার অভিযোগ করা হয় বিহারের নির্দল বিধায়ক অনন্ত সিংকে। এদিন দিল্লীর সকেত কোর্ট থেকে দুই দিনের ট্রানজিট রিমান্ডে অনন্ত সিংকে বিহারে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়। আর সেই সময়েই তাকে গ্রেফতার করতে কোর্ট চত্বরে হাজির হন লিপি সিং। যাঁর গাড়িতে চড়ে তিনি গ্রেফতার করতে এলেন সেই গাড়ি আসলে এক সাংসদের। পাটনায় তাকে পরবর্তী জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাচ্ছে পুলিশ।
এদিন লিপি সিং পুলিশের গাড়িতে চড়ে এলেন না গ্রেফতার করতে। যে গাড়িতে চড়ে এলেন, সেখানে আবার রাজ্য সভার স্টিকার লাগানো। সূত্রের খবর, ওই গাড়িটি আসলে এমএলসি রণবীর নন্দনের। এখানেই প্রশ্ন উঠে যাচ্ছে, যে একজন এমএলসি কীভাবে রাজ্যসভার স্টিকার লাগানো গাড়িতে ঘুরে বেড়াতে পারেন? এখানেও কি কোনো ষড়যন্ত্রের গল্প আছে? অনন্ত সিংয়ের অভিযোগ মাফিক তাঁকে কি সত্যিই ফাঁসানো হচ্ছে? প্রশ্ন ঘুরছে সর্বত্র।