খানাকুলের তাতিশাল গ্রাম পঞ্চায়েতের উদনা গ্রামে বিজেপি ছেড়ে ফের তৃণমূলে ফিরলেন ৪৫ জন কর্মী। লোকসভা নির্বাচনের পর এই এলাকায় কিছু তৃণমূল কর্মী বিজেপিতে যোগ দিয়েছিলেন। তাঁদের মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ সংখ্যায় বেশি ছিল। কিন্তু কয়েক মাস যেতে না যেতেই তাদের মোহভঙ্গ হয়।
এলাকার তৃণমূল নেতা শেখ সাকিম বলেন, “এই এলাকার দীর্ঘদিন ধরে তৃণমূল সরকারের নেতৃত্বে নানারকম উন্নয়নের কাজ হয়েছে। এলাকার মানুষ অনেক সুযোগ সুবিধা পেয়েছেন। তারপরও কিছু কর্মী চলে যাওয়ায় মন খারাপ হয়েছিল। তবে তারা তাদের ভুল বুঝতে পেরে ফিরে এসেছেন এটাই অনেক”।
শেখ সালোমান, শেখ মইদুলরা বলেন, “বিজেপিতে যাওয়ার পর বুঝতে পারি আমরা ভুল করেছি। এই দল সম্পূর্ণ সাম্প্রদায়িক দল। এই দলে থাকা সম্ভব নয়। তাছাড়া এই দলের কর্মীরা নিজেদের মধ্যে ক্ষমতা দখলের লড়াই করে। তাই আমরা আবার ফিরে এলাম। আমাদের মনে হয়েছে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বিকল্প নেই। তাঁর হাত ধরেই একমাত্র এই রাজ্যে উন্নয়ন সম্ভব”।