ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ এবং একদিনের সিরিজে অসাধারণ ব্যাটিং করেছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ফলে টেস্ট সিরিজে তাঁকে ঘিরে প্রত্যাশা অনেকটাই বেড়ে গিয়েছিল। কিন্তু তা পূরণে ব্যর্থ হলেন বিরাট। অ্যান্টিগা টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৯ রানে গ্যাব্রিয়েলের বলে ব্রুকসের হাতে ধরা পড়েন ক্যাপ্টেন কোহলি। শট চয়নের ক্ষেত্রে তিনি মুন্সিয়ানার পরিচয় দিতে পারেননি। গ্যাব্রিয়েলের রাইজিং ডেলিভারিতে কাট করতে গিয়ে পরাস্ত হন ভারত অধিনায়ক। বলটি তাঁর ব্যাটে লেগে গালিতে দাঁড়িয়ে থাকা ব্রুকসের হাতে গিয়ে জমা পড়ে। কোহলিকে বেশ হতাশ দেখাচ্ছিল। এভাবে উইকেট হারানো তাঁর একেবারেই পছন্দ নয়। তাই মাঠ ছাড়ার সময় তাঁকে আপসোস করতেও দেখা গিয়েছে। প্রথম সেশনে দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া দলের ব্যাটিং অর্ডারকে ভরসা জোগালেন অজিঙ্ক রাহানে।
বিরাট কোহলি ব্যর্থ হলেও ডেপুটির অ্যাঙ্কর ইনিংসে ভর করে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ঘুরে দাঁড়াল টিম ইন্ডিয়া। অ্যান্টিগায় প্রথমদিন ৬ উইকেটে ২০৩ রানে খেলা শেষ করল ভারতীয় দল। প্রথম সেশনের পর দিনের অন্তিম সেশনেও বৃষ্টি থাবা বসানোয় নির্ধারিত সময়ের আগেই শেষ হল প্রথমদিনের খেলা।
বৃহস্পতিবার অ্যান্টিগায় ২৫ রানে তিন উইকেট পড়ার পরে ক্রিজে আসেন ভারতের সহ-অধিনায়ক। চা-বিরতি পর্যন্ত তিনি অপরাজিত ছিলেন ৫০ রানে। তাঁর সঙ্গেই ক্রিজে ছিলেন হনুমা বিহারী। বৃহস্পতিবার টস হওয়ার আগেই অ্যান্টিগার বাইশ গজ নিয়ে নানা প্রশ্ন উঠে পড়েছিল। কেউ কেউ বলছিলেন, এখানে ব্যাট করাটা খুব সোজা হবে না। তার উপরে টসের আধ ঘণ্টা আগে বৃষ্টি নামায় উইকেট কিছুটা স্যাঁতসেতেও হয়ে গিয়েছিল। নির্দিষ্ট সময়ের মিনিট পনেরো পরে খেলা শুরু হয়।
এই অবস্থায় ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন। এবং ক্যারিবিয়ান পেস আক্রমণ প্রথম ঘণ্টায় বুঝিয়ে দেয়, তাদের অধিনায়ক ভুল সিদ্ধান্ত নেননি। মাত্র আট ওভারের মধ্যেই বিরাট কোহালি-সহ ফিরে যান ভারতের প্রথম তিন ব্যাটসম্যান। ওই সময় স্কোর ছিল তিন উইকেটে ২৫। সেখান থেকে লড়াই চালান কে এল রাহুল এবং রাহানে। রাহুল যদিও ৪৪ রান করে ফিরে যান। লেগস্টাম্পের বাইরের বলে গ্লান্স করে এক রান কুড়িয়ে নেওয়ার চেষ্টা করেন রাহুল। কিন্তু রস্টন চেজের অফস্পিন একটু বেশি ঘোরায় তাঁর ব্যাট ছুঁয়ে উইকেটকিপার শেই হোপের হাতে চলে যায়।
প্রাথমিক ধাক্কা সামলে রাহানের ব্যাটে ভারতীয় দল স্বস্তি পেলেও প্রথমদিন বোলারদের পারফরম্যান্স আশ্বস্ত করবে জেসন হোল্ডারকে। অ্যান্টিগায় ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরুতে বৃহস্পতিবার মোটেই নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি ভারতীয় দল। বরং ঘরের মাঠে টস জিতে পেসারদের দৌলতে বিশ্বের পয়লা নম্বর টেস্ট দলকে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দেন ক্যারিবিয়ান পেসাররা। ২৫ রানের মধ্যেই ময়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা ও অধিনায়ক বিরাট কোহলির উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারতীয় দল। দলীয় ৫ রানের মাথায় ওপেনার ময়াঙ্ক আগরওয়ালকে কট বিহাইন্ড করে ভারতীয় শিবিরে প্রথম আঘাতটা হানেন কেমার রোচ। ময়াঙ্কের ধাঁচেই রোচের বলে ফের উইকেটের পিছনে সাই হোপের দস্তানাবন্দি হন ‘ডিপেন্ডবল’ পূজারা।