আজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অভিযান শুরু ভারতের। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে এখনও অবধি ‘টিম ইন্ডিয়া’র সাফল্যের ধারা অব্যাহত। টি-২০ এবং একদিনের সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে দুরমুশ করার পর দুই ম্যাচের টেস্ট সিরিজও জিততে মরিয়া কোহলি বাহিনী। আজ কেমন হচ্ছে ভারতের দল? কে নামছেন কত নম্বরে? দেখে নিন এক নজরে।
মায়াঙ্ক আগরওয়াল- রোহিত-শিখর জুটি স্বল্প দৈর্ঘ্যের ক্রিকেটে ‘হিট’ হলেও টেস্টে বেমানান। সেখানে উঠতি তারকা ময়াঙ্কের উপরেই ভরসা রাখবে দল। প্র্যাকটিস ম্যাচেও দেখা গিয়েছে ময়াঙ্ককেই। যদিও সেখানে তিনি সফল হতে পারেননি। বিশ্বকাপের মাঝ পথে তাঁকে ডেকে পাঠানো ইঙ্গিত দিয়েছে তাঁর ওপর ভরসা রাখছে দল। তাই এই সিরিজ তাঁর কাছে অবশ্যই সুযোগ কাজে লাগানোর মঞ্চ। লোকেশ রাহুল- বিশ্বকাপে ওপেনার হিসেবে মোটের উপর সফল। টেস্টেও তাঁকেই ওপেনার হিসেবে তৈরি করতে চাইবে দল। ময়াঙ্ক-রাহুল জুটি যদি সফল হতে পারে, তা হলে তাঁরা যে বহু দিন এই দলকে টানতে পারবে তা বলাই বাহুল্য। তবে সুযোগ হেলায় ফেলে আসা রাহুলের স্বভাব। এখানে তা না হলেই ভারতের পক্ষে ভাল।
চেতেশ্বর পূজারা- টেস্ট ক্রিকেটের জন্যই যেন তিনি ক্রিকেট বিশ্বে এসেছেন। আইপিএল, বিশ্বকাপের হাজার ওয়াটের রঙিন আলোর ঝলকানিতে তিনি থাকেন না। কিন্তু টেস্ট ক্রিকেটে তাঁকে বাদ দিয়ে নামা যেন কল্পনার অতীত। তাই ভারতের তিন নম্বরে এক নিশ্ছিদ্র প্রহরীর মতো তিনি থাকবেন। ভারত অধিনায়ক নিজে রয়েছেন দুরন্ত ফর্মে। সেই ফর্ম কাজে লাগিয়ে তিনি যে এখানেও সফল হতে চাইবেন তা বলাই যায়। স্টিভ স্মিথ যখন রানের ফুলঝুরি ছোটাচ্ছেন ইংল্যান্ডে, সেখানে আশা করা যায় বিরাটের ব্যাটও চুপ করে থাকবে না।
ভারতের টেস্ট ক্রিকেটের সহ-অধিনায়ক রাহানে প্র্যাকটিস ম্যাচে ওপেন করতে নেমে রান পেয়েছেন। তবে বৃহস্পতিবারের ম্যাচে তাঁকে ওপেন করতে হবে না। নিজের পছন্দের জায়গাতে নেমেই দলকে ভরসা যোগাতে হবে। সেই দিকে তাকিয়ে থাকবে বিরাট-বাহিনী। একদিনের ক্রিকেটের ‘হিট-ম্যান’ রোহিত টেস্ট ক্রিকেটে ব্রাত্য হয়ে পড়েন বার বার। তবে এ বারে সেই সুযোগ তাঁর সামনে আসতে পারে। দুরন্ত ফর্মে ছিলেন বিশ্বকাপে। সেই ফর্ম টেস্টেও ধরে রাখতে চাইবেন তিনি।
বাংলার উইকেট কিপার ঋদ্ধিমান সাহা নাকি দিল্লির তরুণ পন্থ, কাকে নামাবে ভারত, সেই নিয়ে কৌতুহল তুঙ্গে। তবে ভবিষ্যতের দিকে তাকিয়ে হয়ত পন্থকেই দেখে নিতে চাইবে দল। ভারত অধিনায়কের পছন্দ ঋদ্ধি হলেও এই সিরিজে নতুনদের দেখে নেওয়ার সুযোগ ছাড়তে চাইবে না তাঁরা। তিন ধরনের ক্রিকেটেই তিনি অপরিহার্য হয়ে উঠছেন জাদেজা। তাঁকে দলের বাইরে রেখে নামতে চাইবেন না বিরাট। তিনি মাঠে থাকা মানে শুধু ব্যাট-বল নয়, ফিল্ডিংয়েও এগিয়ে থাকবে ভারত।
বাংলার ঋদ্ধি সুযোগ না পেলেও শামি পাবেন, এই আশা করাই যায়। তিন পেসার নিয়ে দল নামলে শামি সুযোগ পাবেন বলাই যায়। তাঁর গতির হদিশ অনেক ব্যাটসম্যানই পেতে ব্যর্থ। ক্যারিবিয়ানদেরও বড় পরীক্ষার মুখে পড়তে হবে তাঁকে সামলাতে। দিল্লির পেসার ইশান্ত ক্যারিবিয়ান পিচে বাউন্স আদায় করে নেওয়ার ক্ষমতা রাখেন। ভারতীয় দলের বহু বৈচিত্র্যের মধ্যে তিনি এক অন্যতম অংশ। একদিনের ক্রিকেটে বুমরাহকে বিশ্রাম দিয়ে টেস্ট ক্রিকেটে ফিরিয়ে আনা হয়েছে। তাঁর বিষাক্ত ইয়র্কার যে ভাবে ব্যাটসম্যানকে ছোবল মারে, তাতে কুপোকাত হন অনেক বড় ব্যাটসম্যানই। তরতাজা বুমরা যে আরও বেশি বিষাক্ত হয়ে উঠবেন সেই আশা করতেই পারেন ক্রিকেটপ্রেমীরা।