অলিম্পিক টেস্ট ইভেন্ট হকিতে দ্বিমুকুট জিতল ভারত৷ ছেলেদের ফাইনালে নিউজিল্যান্ডকে ৫-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত৷ কিছুক্ষণ পরেই মেয়েদের ফাইনালে আয়োজক জাপানকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ভারতের মেয়েরা৷
নিউজ়িল্যান্ডকে ৫-০ হারিয়ে অলিম্পিক্স টেস্ট ইভেন্টে চ্যাম্পিয়ন হল ভারত। টোকিয়োর ‘ওই’ হকি স্টেডিয়ামে বুধবার একই সঙ্গে প্রতিশোধও নিলেন মনদীপ সিংহেরা। কারণ রাউন্ড রবিন লিগে নিউজ়িল্যান্ডের কাছেই ১-২ গোলে হেরেছিল ভারত। ভারতের হয়ে পাঁচটি গোল করলেন অধিনায়ক হরমনপ্রীত সিংহ (৭ মিনিট), সামশের সিং (১৮ মিনিট), নীলকান্ত শর্মা (২২ মিনিট), গুরসাহিবজিৎ সিংহ (২৬ মিনিট) ও মনদীপ সিংহ (২৭ মিনিট)। বুধবার অলিম্পিক্স টেস্ট ইভেন্টে চ্যাম্পিয়ন হলেন ভারতের মেয়েরাও। তাঁরা ২-১ গোলে হারালেন জাপানকে। ভারতের দুই গোলদাতা নভজ্যোৎ কৌর ও লালরেমসিয়ামি। জাপানের মিনামি শিমুজ়ু একটি গোল শোধ করেন।
ম্যাচের পরে হরমনপ্রীত বলেন, ‘‘আজ খুবই ভাল খেলেছি আমরা। বলতে গেলে সব সুযোগ কাজে লাগিয়েছি। যা সচরাচর হয় না।’’ সঙ্গে যোগ করেন, ‘‘ভেবেছিলাম ফাইনালে লড়াইটা কঠিন হবে। তার উপর রাউন্ড রবিনে আমরা নিউজ়িল্যান্ডের কাছে হেরেছিলাম। অবশ্য ওই হারের পরেই অনুশীলনে বোঝার চেষ্টা করি কোথায় কোথায় আমাদের ভুল হচ্ছিল। মনে হয় সেটাই আজ কাজে লাগল।’’
অন্যদিকে ভারতের মেয়েরা টুর্নামেন্ট শেষ পর্যন্ত অপরাজিত থাকে৷ ফাইনালের ১১ মিনিটের মাথায় ভারতের হয়ে প্রথম গোল করেন নভজ্যোৎ কউর৷ তবে বেশিক্ষণ লিড বজায় রাখা সম্ভব হয়নি ভারতের পক্ষে৷ এক মিনিটের মধ্যেই অর্থাৎ ম্যাচের ১২ মিনিটে জাপানের হয়ে ম্যাচে সমতা ফেরান মিনামি শিমিজু৷ প্রথমার্ধের স্কোরলাইন থাকে ১-১৷