গত সপ্তাহেই প্রবল বৃষ্টিতে ভিজেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। তবে সোমবার থেকে ফের সেই অসহ্য গরম। আবার বৃষ্টির অপেক্ষায় দিন গুনছেন সাধারণ মানুষ। এই হাঁসফাঁস করা গরম থেকে মানুশকে মুক্তি দিতে আশার খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। আসছে বৃষ্টি।
আবহাওয়া অফিস সূত্রে খবর, সপ্তাহান্তে বৃষ্টি আসতে পারে শহরে। শনিবার থেকেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। বাদ পড়বে না কলকাতাও। বৃষ্টি হলে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি– দুইই কমবে। তবে আজ, বৃহস্পতিবার অবশ্য দক্ষিণবঙ্গের কিছু জায়গায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ শুক্রবার কলকাতায় আকাশ মেঘলা থাকলেও, বৃষ্টি খুব বেশি হবে না। তবে শনিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টি হতে পারে। রবিবারও ওই এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। শুধু দক্ষিণবঙ্গে নয়, রবিবার উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টি হতে পারে। ইতিমধ্যে কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিও হয়েছে বলে জানা গেছে।
হাওয়া অফিস সূত্রে আরও খবর, শনিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টি হতে পারে। রবিবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গেই নয়, উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরপ্রদেশ, বিহার এবং ঝাড়খণ্ডের লাগোয়া অঞ্চলের আকাশে একটি নিম্নচাপ অবস্থান করছে। একই সঙ্গে ওই অঞ্চলে একটি ঘূর্ণাবর্তও তৈরি হয়েছে। আরও একটি নিম্নচাপ উত্তরপ্রদেশ থেকে দক্ষিণে গিয়ে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর ফলে আগামী দু’দিনেই আবহাওয়ার বড় বদল ঘটবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। ভারী বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে মনে করা হচ্ছে।
মত্স্যজীবীদের জন্য জারি হয়েছে বিশেষ সতর্কতাও। দুর্যোগে উত্তাল হতে পারে সমুদ্রও। আগামী কয়েক দিন মত্স্যজীবীদের মাছ ধরতে যেতে বারণ করা হয়েছে। যাঁরা এখন সমুদ্রে রয়েছেন, তাঁদেরও দ্রুত ফিরে আসার কথা বলা হয়েছে। উপকূলবর্তী এলাকায় জারি হয়েছে সতর্কতা।