স্কুলছুট ছেলেমেয়েদের পুনরায় পড়াশোনার জগতে ফিরিয়ে আনার লক্ষ্যে সরকার চালু করেছিল মিড ডে মিল ব্যবস্থা। কিন্তু সেই খাবার মুখে তুলেই যে মরণাপন্ন অবস্থার শিকার হতে হবে, তেমনটা ভাবেননি কেউই। এমনই ঘটেছে বিজেপি শাসিত পুণের একটি স্কুলে। স্কুলের মিড ডে মিলের খাবার খেয়ে একেবারে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বেশ কয়েকজন পড়ুয়া।
জানা গেছে, পুণের একটি স্কুলে মিড ডে মিল খেয়ে ২১ জন পড়ুয়া গুরুতর অসুস্থ। এক শিক্ষকও অসুস্থ হয়ে পড়েছেন মিড ডে মিলের খাবার খেয়ে। ঘটনাটি ঘটেছে বুধবার রামভাউ হালজি সেকেন্ডারি স্কুলে। সকাল ১১টা নাগাদ মিড ডে মিলে ‘মশলা ভাত’ খাওয়ার পরেই পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়ে। দ্রুত পড়ুয়াদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পুলিশ জানিয়েছে, ‘হাসপাতালে পড়ুয়াদের চিকিৎসা চলছে। এক শিক্ষকও অসুস্থ হয়ে ভর্তি আছেন হাসপাতালে।’ জানা গেছে, একটি বেসরকারী সংস্থা ওই স্কুলে মিড ডে মিল সরবরাহ করে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এভাবে মিড ডে মিল খেয়ে পড়ুয়ারা গুরুতর অসুস্থ হয়ে পড়ায় প্রশ্নের মুখে পড়েছে সেই রাজ্যের বিজেপি প্রশাসন।