বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে শুরু সিন্ধু-গর্জন। একই সঙ্গে জিতলেন সাইনা নেহওয়াল ও কিদম্বি শ্রীকান্তও।তৃতীয় রাউন্ড অর্থাৎ প্রি–কোয়ার্টার ফাইনালে সিন্ধুকে খেলতে হবে আমেরিকার ঝ্যাং বেইওয়েনের সঙ্গে। এর আগে সাতবার বেইওয়েনের সঙ্গে খেলেছেন তিনি। অলিম্পিক্সে রুপো জয়ী সিন্ধু গত বছর ইন্ডিয়ান ওপেনের ফাইনালে ঝ্যাং-এর কাছে হেরে গিয়েছিলেন।
পাইয়ের বিরুদ্ধে প্রথম গেমে একেবারে শুরুতে বেশ লড়াই করতে হয়েছিল সিন্ধুকে। কিন্তু বড় লিড নিতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি তাঁকে। পরপর ৬টি পয়েন্ট তুলে নিয়ে ১১–৭ লিড নিয়ে নেন সিন্ধু। এরপর পাই প্রবল চেষ্টা করেছিলেন পয়েন্টের ব্যবধান কমানোর। কিন্তু সিন্ধু তাঁকে ম্যাচে ফেরার কোনও সুযোগই দেননি। শেষ পর্যন্ত ৬টি গেম পয়েন্ট পেয়ে যান সিন্ধু। মাত্র ১৮ মিনিটে ৬টি গেম পয়েন্ট পান তিনি।
গত মরসুমের শেষে বিশ্ব ব্যাডমিন্টন সংস্থার ওয়ার্ল্ড টুর ফাইনালস জিতে নজির গড়লেও, চলতি মরসুমে এখনও পর্যন্ত পদকহীন সিন্ধু। তা ছাড়া গত দু’বার বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলেও রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে হায়দরাবাদি তারকাকে। এ দিন দুরন্ত শুরু করেন শ্রীকান্তও। ১৩-২১, ২১-১৩, ২১-১৬ পয়েন্টে হারিয়ে দেন মিশা জ়িলবারম্যানকে।
পাশাপাশি সাইনা দ্বিতীয় রাউন্ডে ৩৩ মিনিটে হারান নেদারল্যান্ডসের সোরায়া ডেভিশ এইজবার্জেনকে। ফল ২১-১০, ২১-১১। সাইনাও প্রথম রাউন্ডে ওয়াকওভার পেয়েছিলেন। তিনি প্রি-কোয়ার্টারে মুখোমুখি হবেন বারো নম্বর বাছাই মিয়া ব্লিশফেল্টের। রাশিয়ান শাটলারের সঙ্গে সমানতালে লড়াই করে জিতলেন শ্রীকান্ত। ৫৭ মিনিটের লড়াইয়ের পর ভারতীয় শাটলার জিতলেন ১৩-২১, ২১-১৩, ২১-১৬। রাশিয়ান শাটলার মিসা জিবরালমান প্রথম গেম জিতে চমকে দিয়েছিলেন। কিন্তু শেষরক্ষা আর হয়নি।সাইনা ও সিন্ধুর থেকে কঠিন ম্যাচ জিতলেন শ্রীকান্ত। সিন্ধু এ দিন অবশ্য আগ্রাসী ছিলেন দারুণভাবে।