আবার যোগী রাজ্য সংবাদের শিরোনামে। সাধারণ মানুষের কাছে উত্তরপ্রদেশ দিনে দিনে এক বিভীষিকা হয়ে উঠছে। গণতান্ত্রিক হয়েও যোগী রাজ্যে চলছে যেন একনায়কতন্ত্রের সাম্রাজ্য। এইবার উত্তরপ্রদেশে এক লজ্জাজনক র্যাগিং-এর ঘটনা প্রকাশ্যে এল। সরকার পরিচালিত একটি মেডিক্যাল কলেজপ্রাঙ্গনে প্রায় শতাধিক জুনিয়র ছাত্রকে মাথা কামানো অবস্থায় দেখা গেল।
উত্তরপ্রদেশের সাইফাইতে ইউনিভার্সিটি অফ মেডিক্যাল সায়ান্সেস প্রাঙ্গনে প্রায় ১৫০ ছাত্রকে ন্যাড়া অবস্থায় ঘুরতে দেখা গেল। প্রাথমিক অনুসন্ধানের পর এটি র্যাগিং-এর ঘটনা বলেই সন্দেহ করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর জানিয়েছেন, দোষ প্রমাণিত হলে অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় জুনিয়র ছাত্ররা তাঁদের ওয়ার্ডেনের কাছে অভিযোগ জানাতে পারেন বলেও জানান তিনি। তিনি ব্যক্তিগতভাবে গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন।
চলতি বছরের শুরুতেই ছাত্ররা ভর্তি হয়েছেন কুরাওয়ালি-মেইনপুরী-এটা রোডের বিশ্ববিদ্যালয়ে। ভর্তি হওয়ার পরই বহু ছাত্র র্যাগিং-এর শিকার হয়েছেন বলে মনে করা হচ্ছে। যদিও এই ঘটনায় এখনও মুখ খোলেনি রাজ্য শিক্ষা দফতর। এইভাবে বরাবার যোগী রাজ্যে অরাজকতা সামনে চলে আসে।