তিনি খেলা ছাড়লে যে তাঁর অসংখ্য ভক্ত সমর্থকের হৃদয় ভাঙবে তা বলাই বাহুল্য। তবে এবার অবসর নিয়ে মুখ খুললেন জুভেন্তাস তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ডিফেন্ডারদের যে ভাবে ধন্দে রাখেন তিনি, সে ভাবেই ধন্দে রাখলেন তাঁর এই অবসরের বিষয়টাও। ৩৪-এর পর্তুগিজ তারকা এক সাক্ষাৎকারে বলেন তিনি এই মরশুম শেষে অবসর নিতে পারেন আবার ৪০ বছর অবধি খেলা চালিয়ে যেতেও পারেন।
রোনাল্ডো বলেন, “অবসর নিয়ে ভাবিনি। তবে পরের বছর খেলা ছাড়তে পারি আবার ৪০-৪১ বছর বয়স অবধি খেলতেও পারি। আমি বর্তমান সময়টাকে উপভোগ করতে ভালবাসি। আর সেটাই করতে চাই।” বর্তমান খেলোয়াড়দের মধ্যে সব চেয়ে বেশি আন্তর্জাতিক গোলের (৮৮) মালিক তিনি। এরকম বহু রেকর্ড তাঁর দখলে। ২০১৮-’১৯ মরশুমে ইতালীয় লিগে রোনাল্ডো যে শুধু জুভেন্তাসকে লিগ সেরা করেন তাই নয়, ২১টি গোল করে তিনিই ছিলেন লিগের সর্বাধিক গোলের মালিক। পাঁচ বার চ্যাম্পিয়ন্স লিগ জেতা ক্রিশ্চিয়ানো ‘ওল্ড লেডি’-র হয়েও চ্যাম্পিয়ন্স লিগ জেতার কথা গত মরশুমে বলেছিলেন।