মধ্যবিত্তের পর্যটন কেন্দ্র দীঘাকে আরও বেশি করে মধ্যবিত্তের হাতের নাগালে আনতে এবার হোটেল ভাড়া কমানোর উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর জন্য মুখ্য সচিবের নেতৃত্বে একটি টাস্ক ফোর্স গঠনের নির্দেশও দিয়েছেন তিনি।
বুধবার পূর্ব মেদিনীপুরের প্রশাসনিক বৈঠকে স্থানীয় হোটেল ব্যবসায়ীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, ‘অনেক হোটেল অনায্য ভাড়া নিচ্ছে। এর ফলে পর্যটকরা সমস্যায় পড়ছেন। হোটল ভাড়ায় নিয়ন্ত্রণ দরকার’।
সভায় উপস্থিত হোটেল মালিক সংগঠনের এক সদস্যকে বলেন, ‘দীঘায় অনেক হোটেলে বেশি ভাড়া নিচ্ছে। রেট বাড়াবেন না’। মুখ্যমন্ত্রীর অভিযোগ মেনেও নেন হোটেল মালিক সংগঠনের ওই কর্তা। এর পরেই মুখ্যমন্ত্রী, মুখ্যসচবি মলয় দে-কে নির্দেশ দেন সবাইকে নিয়ে টাস্ক ফোর্স তৈরি করুন। সেই টাস্ক ফোর্সে জেলাশাসক, পুলিশ সুপার থেকে স্থানীয় বিধায়ক, সাংসদদেরও রাখতে বলেন। শুধু দীঘা নয়, শঙ্করপুর, মন্দারমণি, তাজপুর এলাকাতেও যাতে হোটেল ভাড়া নিয়ন্ত্রণের মধ্যে থাকে তার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। এ জন্য হোটেল মালিক সংগঠনকে ডেটাব্যাঙ্ক করে ওয়েবসাইট তৈরির পরামর্শও দিয়েছেন মমতা। তিনি বলেন, ‘কাস্টমারকে লক্ষ্মী ভাবুন। একজন একবার এলে সে যেন বারবার আপনার হোটেলে আসে সেটা নজর রাখুন’।
এদিন মমতা বলেন, ‘এবার পুজোয় মানুষ কাশ্মীরে বেড়াতে যাবে না। দীঘায় আসবে বেশি বেশি করে। এখন দিঘার যে ভাবে জনপ্রিয়তা বাড়ছে তাতে পর্যটকের সংখ্যাও বাড়ছে’। মমতা আরও বলেন, ‘দীঘা হল অল্প পয়সায় মধ্যবিত্তের গোয়া’। মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘মানুষ এখানে আসে, স্নান করে, মজা করে, সমুদ্রের পাশে বসে, চলে যায়। আগে শুধু শনি-রবিতে ভিড় হত আর এখন উইক ডেজেও ভিড় হচ্ছে। অনেকে আগে থাকতে হোটেল বুকিং করে আসেন। অনেকেই আবার ‘ইমারজেন্সি’ হিসেবে দীঘা চলে আসেন’।