ফের উত্তপ্ত উপত্যকা। ৩৭০ ধারা বিলোপের পর কাশ্মীর শান্ত বলেই জানিয়েছিল প্রশাসন। কিন্তু সীমান্তে যে শান্তি দীর্ঘস্থায়ী নয়, তা ফের প্রমাণিত হল বুধবার সকালে। প্রমাণিত হল সীমান্তকে শান্ত করতে শক্ত হাতে হাল ধরতে হবে কেন্দ্রীয় সরকারকে। এদিন সকালে সেনার গুলিতে খতম হয়েছে এক জঙ্গী। লড়াইয়ে এক পুলিশকর্মীও শহিদ হয়েছেন।
ঘটনার সূত্রপাত মঙ্গলবার রাতে। গোপন সূত্রে খবর পেয়ে ভারতীয় সেনার জওয়ানরা জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলায় তল্লাশি চালাতে শুরু করে। জওয়ানদের এলাকায় ঢুকতে দেখেই গুলি চালায় জঙ্গীরা। দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় শুরু হয়। তখনই সেনার গুলিতে খতম হয় এক জঙ্গী। কিন্তু দুর্ভাগ্যবশত এক স্পেশ্যাল পুলিশ অফিসার শহীদ হন। জম্মু–কাশ্মীর পুলিশ ও ভারতীয় সেনা যৌথভাবে এই অভিযান চালায়।
৩৭০ ধারা বিলোপের পর কাশ্মীরে অনুপ্রবেশের চেষ্টা করছে জঙ্গীরা। এই কাজে তাদের মদত দিচ্ছে পাকিস্তান। মঙ্গলবার সকালেও জম্মু–কাশ্মীরের পুঞ্চের কৃষ্ণঘাঁটি সেক্টরে সংঘর্ষবিরতি লঙ্ঘন করে পাকিস্তান। বিনা প্ররোচণায় গুলি চালাতে শুরু করে। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও। এই গুলি বর্ষণে শহীদ হন জওয়ান রবিরঞ্জন কুমার সিং। তারপরই বুধবারের ঘটনা। যাতে খতম এক জঙ্গী।