সমস্ত জল্পনাকে সত্যি করে দিন কয়েক আগেই বিশেষ মর্যাদা তুলে নেওয়া হয়েছে জম্মু-কাশ্মীরের। বিলোপ ঘটেছে ৩৭০ ধারার। মোদী সরকারের এই সিদ্ধান্তে যখন দেশজুড়ে বইছে সমালোচনার ঝড়, তখন ৩৭০ ধারা রদ নিয়ে কার্যত দুই ভাগে বিভক্ত কংগ্রেস। দলের তরুণ নেতাদের একাংশ যখন ৩৭০ নম্বর অনুচ্ছেদ বিলোপের পক্ষে মত প্রকাশ করে দলে অস্বস্তির সৃষ্টি করেছেন, তখন পি চিদম্বরম, মণিশঙ্কর আইয়ার, মনমোহন সিংহের মতো বর্ষীয়ান নেতারা সরকারের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব। এই পরিস্থিতিতে ৩৭০ ধারা বাতিল ইস্যুতে আরও অস্বস্তি বাড়ল কংগ্রেসের। দলীয় লাইনের বিরুদ্ধে গিয়ে এবার কেন্দ্রের এই সিদ্ধান্তে পূর্ণ সমর্থন জানালেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান নেতা ভূপিন্দর সিং হুডা। একইসঙ্গে নিজের দল কংগ্রেসকে ‘পথভ্রষ্ট’ বলে কটাক্ষ করেছেন তিনি!
রোহতকে এক জনসভায় কাশ্মীরের বাতিল ইস্যুতে কেন্দ্রের পদক্ষেপের সমর্থনে সরব হন হুডা। কেন্দ্র কোনও ভাল কাজ করলে তিনি তাকে সমর্থন করবেন বলেও জানান বর্ষীয়ান এই কংগ্রেস নেতা। কেন্দ্রের পদক্ষেপকে সমর্থন না করায় দলের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, ‘আমার অনেক সহকর্মী ৩৭০ ধারা বাতিলের পদক্ষেপের বিরোধীতা করেছেন… আমার দল কংগ্রেস পথভ্রষ্ট হয়েছে। এই কংগ্রেস আর সেই কংগ্রেস নেই।’ দেশপ্রমে ও আত্মসম্মানের প্রশ্নে তিনি কখনও সমঝোতা করেননি বলে জানান হরিয়ানার দু’বারের মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট বলেন, ‘জাতীয়তাবাদী পরিবারে আমার জন্ম। ৩৭০ ধারা বাতিলের বিরোধীদের আমি বলতে চাই, যেখানে আদর্শের ওপরে আঘাত আসে, সেখানে সংঘাত খুব জরুরি।’ স্বভাবতই এর ফলে ৩৭০ ধারা বাতিল ইস্যুতে ফের নতুন করে অস্বস্তিতে পড়তে হয়েছে হাত শিবিরকে।