আবার ভাঙন গেরুয়া শিবিরে। বহুদিনের সম্পর্ক ছিন্ন করে ‘ঘর’ ছাড়লেন অসমের প্রাক্তন সাংসদ রামপ্রসাদ শর্মা। বিহারে জনতা দলের সঙ্গে নিজের সম্পর্ক অটুট করলেন তিনি। শনিবার তিনি দিল্লীতে গিয়ে জেডিইউয়ের শীর্ষ নেত়ৃত্বের সঙ্গে আলোচনার পর যোগ দেন নীতীশ কুমারের দলে। জনতা দল ইউনাইটেডে যোগ দিয়ে তিনি আরও বলেন, “আমার এই দলকে বেছে নেওয়ার অন্যতম কারণ হল বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার উজ্জ্বল ভাবমূর্তি।”
পদ্ম শিবির ত্যাগ করার পেছনে তাঁর মূল কারণ দলের প্রতি জমে থাকা ক্ষোভ। তাঁর কথাতেই উঠে এসেছে সেই আক্ষেপ। তাঁর কথায়, জেডিইউ ছোট পার্টি হতে পারে, আমরা সবাই মিলে এটিকে বড় করে তুলব। অসমের এই প্রবীণ নেতা বলেন, “একটার পর একটা ইট দিয়ে বিজেপি পার্টিটা গড়ে তুলেছিলাম। এটা দুঃখের বিষয় যে আমাকে সেই ঘর ছেড়ে যেতে বাধ্য করা হয়েছে।” বিজেপির সদ্য প্রাক্তন রামপ্রকাশ শর্মা এভাবেই তাঁর বিজেপি ত্যাগকে ব্যাখ্যা করেছেন।
২০১৯ লোকসভা নির্বাচনে তিনি বিজেপির টিকিট পাননি। টিকিট না পেয়ে দলে ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছিলেন এই আইনজীবী-রাজনীতিবিদ। তিনি অভিযোগ করেছিলেন, তিনি দলের নতুন নেতাদের দ্বারা শিকার হয়েছেন। এরপর সাংসদ হয়েও তাঁর নাম অসম গোর্খা সম্মেলনে রাজ্য বিজেপি কমিটির পাঠানো প্যানেলে জায়গা পায়নি। এরপরই তিনি অপমানিত বোধ করে দল ছাড়ার সিদ্ধান্ত নেন। শনিবার সেইমতো প্রায় ৪৫ বছরের সম্পর্ক ছিন্ন করে জেডিইউ-তে যোগ দেন তিনি।