আজ প্রিমিয়ার লিগে পূর্ব নির্ধারিত সূচি মেনে মহমেডান স্পোর্টিং মুখোমুখি হবে সাদার্ন সমিতির। ম্যাচটি এক অর্থে ময়দানের পোড়খাওয়া কোচ সুব্রত ভট্টাচার্যর সঙ্গে সদ্য কোচিংয়ে অভিষেক হওয়া মেহতাব হোসেনের লড়াই। সাদার্ন কোচ মেহতাব হোসেন দীর্ঘদিন সুব্রতর কোচিংয়ে খেলেছেন। মেহতাব বললেন,‘আমি জানি বাবলুদা সীমিত সামর্থ্যর নিয়েও কী করতে পারেন! তাই প্রথম দিকে সতর্ক হয়ে মাঠে নামতে হবে আমাদের। আমার দলের তিন বিদেশিই ফিট। তবে টানা বৃষ্টিতে মহমেডান মাঠ ভালো খেলার উপযুক্ত নয়। ম্যাচটি মহমেডান মাঠে না হলেই ভালো হত। তবে ম্যাচটি শিফট করার ব্যাপারে আইএফএ’র অসুবিধাটাও বুঝতে পারছি।’
ডুরান্ডে চারটির মধ্যে দুটি ম্যাচে হেরেছে সুব্রতর মহমেডান। লিগের প্রথম ম্যাচে তারা ড্র করেছে এরিয়ানের বিরুদ্ধে। জয় শুধু স্বদেশি ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে। মহমেডানের কোচ হিসাবে সুব্রতর পারফরম্যান্স আশাব্যঞ্জক নয়। দলে প্রচুর অচেনা খেলোয়াড়। ম্যাচে এদের দক্ষতা বুঝে নিতে মহমেডান স্পোর্টিং কর্তারা চারটি ম্যাচে সময় দিয়েছেন ময়দানের প্রবীণ কোচকে। আজ সাদার্ন সমিতিকে হারাতে না পারলে সুব্রত চাপে পড়ে যাবেন।
ডুরান্ডের শেষ ম্যাচে মহমেডান স্পোর্টিং কোচ সুব্রত ভট্টাচার্য দল নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। কারণ দ্বিতীয় ম্যাচে ইন্ডিয়ান নেভিকে ৬-২ গোলে হারালেও ‘হেড টু হেড’ নিয়মে ওই দিনই মোহন বাগান ডুরান্ড সেমি- ফাইনালে চলে যায়। তাই মহমেডান-এটিকে ম্যাচের গুরুত্ব ছিল না। রবিবার মহমেডান কোচ সুব্রত ভট্টাচার্য বললেন, ‘আমার পরীক্ষা- নিরীক্ষা শেষ। সোমবার আমি দলকে ৪-১-৩-২ পদ্ধতিতে খেলাব। স্টপারে করিম ওমোলাজা থাকবে। স্ট্রাইকারে আর্থারের সঙ্গে জুড়ে দেব মুসা মেড্ডেকে। আপফ্রন্টে দুই বিদেশি থাকলে সাদার্ন সমিতি ঝামেলায় পড়বে।’