জল্পনার অবসান ঘটিয়ে ভারতের কোচের দৌড় জিতে নিলেন রবি শাস্ত্রী। প্রত্যাশা ছিলই। আজ সেটা বাস্তব হল। কারণ, এক সপ্তাহ আগেই কোচ বাছাই কমিটির অন্যতম সদস্য অংশুমান গায়কোয়াড় ইঙ্গিত দিয়েছিলেন, বিরাটদের জন্য তাঁদের পছন্দ কোনও ভারতীয়। আর সেই সম্ভাবনায় সিলমোহর দিল আজ মুম্বইয়ে কোচ বাছাই কমিটি।
এই সিদ্ধান্তের পরই নেট দুনিয়ায় শুরু হয়ে যায় ট্রোলের বন্যা। সমর্থকরা অনেকে এমনও বলতে শুরু করেন, এই ‘লবি’-র খেলা দেখে লাভ নেই ৷ এর চেয়ে ভারতের ফুটবল খেলে দেখা ভাল ৷ অনেকের মতে, কোচ বাছাইয়ের গোটা প্রক্রিয়াটাই ছিল নাটক ৷ সব আগেই ঠিক ছিল ৷ কিছু লজ্জা করুক বিসিসিআই কর্তারা !
ভারতীয় ফ্যানদের মধ্যে এক বড় অংশ এই কোচ বাছাইয়ের পদ্ধতি এবং সিদ্ধান্ত পছন্দ হয়নি তা বুঝিয়ে দিয়েছেন তাঁরা। তাঁদের মনে একটাই প্রশ্ন সত্যিই কি এত নাটকের প্ৰয়োজন ছিল? এদিন বিরাটদের কোচ বাছাই করতে ইন্টারভিউ করা হয় শাস্ত্রী সহ- পাঁচ জনকে। তালিকায় ছিলেন টম মুডি এবং মাইক হেসন। যাঁদের অনেকেই এগিয়ে ছিল শাস্ত্রীর থেকে সেটাই বুঝিয়ে দিয়েছেন তাঁরা।