রাতের কলকাতায় ফের বেপরোয়া গতির শিকার পথচারী। প্রচণ্ড গতিতে আসা একটি জাগুয়ারের ধাকায় মৃত্যু হল ২ পথচারীর।
শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটে লাউডন স্ট্রিট ও শেক্সপীয়র সরণির সংযোগস্থলে। পুলিশ জানিয়েছে, মৃতেরা কাজি মহম্মদ মইনুল আলম(৩৬) এবং ফারহানা ইসলাম তানিয়া(৩০)। তাঁরা দু’জনেই বাংলাদেশের নাগরিক।
পুলিশ সূত্রে খবর, রাত ২টো নাগাদ বিড়লা তারামণ্ডলের দিক থেকে কলামন্দিরের দিকে প্রচন্ড গতিতে যাচ্ছিল জাগুয়ার গাড়িটি। সে সময় পার্ক স্ট্রিটের দিক থেকে মিন্টো পার্কের দিকে যাচ্ছিল একটি মার্সিডিজ। লাউডন স্ট্রিট ও শেক্সপীয়র সরণির সংযোগস্থল পার হওয়ার সময় মার্সিডিজ গাড়িটির মাঝখানে সজোরে ধাক্কা মারে জাগুয়ারটি। জখম হন মার্সিডিজের চালক ও আরোহী।
প্রবল বৃষ্টি হচ্ছিল বলে রাস্তার পাশেই একটি পুলিশ কিয়স্কের নীচে দাঁড়িয়ে ছিলেন মইনুল আলম এবং তানিয়া-সহ তিন পথচারী। জাগুয়ারের গতিবেগ এতটাই বেশি ছিল যে মার্সিডিজটিকে ধাক্কা মারার পর সেটা পুলিশ কিয়স্কে দাঁড়িয়ে থাকা দু’জনকে পিষে দেয়। কোনওক্রমে বেঁচে যান তাঁদের সঙ্গে থাকা অন্য ব্যক্তি।
ঘটনার পরই গাড়ি ফেলে পালিয়ে যায় জাগুয়ারের চালক। এই ঘটনায় ফের প্রমাণিত হল গাড়ির গতি ঠিক কতটা নির্মম হতে পারে৷