প্রতিরক্ষা সহ বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থায় বিলগ্নীকরণের প্রতিবাদে শুক্রবার তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি’র পক্ষ থেকে অনশন কর্মসূচি পালন করা হয় শুক্রবার। শুক্রবার সকালে মেয়ো গান্ধী মূর্তির পাদদেশে এই কর্মসূচি পালন করে আইএনটিটিইউসি। গত জুলাইয়ে মোদী সরকারের বিলগ্নিকরণের সিদ্ধান্ত ঘোষণা করা মাত্রই প্রতিবাদে সরব হয় রাজ্য আইএনটিটিইউসি। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ড বেসরকারি হাতে তুলে দেওয়ার কেন্দ্রীয় উদ্যোগ পুনর্বিবেচনার আর্জি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দেন।
বেসরকারিকরণ এবং বিলগ্নীকরণের বিরোধিতায় রাজ্যজুড়ে লাগাতার আন্দোলন চলবে বলে জানান তৃণমূল শ্রমিক সংগঠনের নেত্রী এবং সাংসদ দোলা সেন। তাঁর মতে, গত আর্থিক বছরে বেঙ্গল কেমিক্যালের মোট ব্যবসার পরিমান ছিল ১২৫ কোটি টাকা এবং তাতে লাভ হয়েছিল ২৫ কোটি টাকা। এহেন লাভজনক সংস্থাকে কেন বেসরকারি হাতে তুলে দিতে তৎপর হয়েছে মোদী সরকার? প্ৰশ্ন তুলেছেন দোলা।
শুধু বিলগ্নীকরণের বিরোধিতাই নয়, বিএসএনএলের কর্মচারীদের বেতনের দাবিও তোলা হয় অনশন কর্মসূচিতে। তৃণমূলের শ্রমিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন কর্মসূচিতে। এছাড়াও এই অবস্থানে অংশগ্রহণ করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, মলয় ঘটক প্রমুখরা।