সেল্টা ভিগোর বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ দিয়ে আজ চলতি মরশুমে লা-লিগা অভিযান শুরু করছে রিয়াল মাদ্রিদ। গত মরশুমে হতাশাজনক পারফরম্যান্সের পর চলতি মরশুমের শুরু থেকেই দলকে একসুতোয় বাঁধার লক্ষ্যে কোচ জিনেদিন জিদান। ক্লাবে তাঁর দ্বিতীয় ইনিংসকেও স্মরণীয় রাখতে বদ্ধপরিকর জিজু৷
আজ সিজন ওপেনারে রিয়াল অনুরাগীরা তাকিয়ে ছিলেন রেকর্ড ট্রান্সফার চুক্তিতে চলতি মরশুমে ক্লাবের জার্সি গায়ে চাপানো বেলজিয়ান মিডিও ইডেন হ্যাজার্ডের দিকে। কিন্তু রিয়াল জার্সিতে হ্যাজার্ডের অভিষেকের আগেই দুঃসংবাদ বয়ে এল রিয়াল অনুরাগীদের জন্য। শুক্রবার অনুশীলন পর্বে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে বসলেন বেলজিয়ান তারকা। আর তাতেই মরশুমের প্রথম প্রতিযোগীতামূলক ম্যাচ থেকে ছিটকে গেলেন হ্যাজার্ড।
রিয়াল মাদ্রিদ জার্সি গায়ে অভিষেক দীর্ঘায়িত হল প্রাক্তন চেলসি তারকার। চলতি মরশুমের শুরুতে দলবদলের বাজারে ১০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে হ্যাজার্ডকে দলে নিয়ে চমক দেয় রিয়াল মাদ্রিদ। একইসঙ্গে ক্লাবের ইতিহাসে যুগ্মভাবে সবচেয়ে দামী ফুটবলার হিসেবে লস ব্ল্যাঙ্কোস শিবিরে আত্মপ্রকাশ ঘটে হ্যাজার্ডের।
ক্লাবের তরফ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ‘চোটের কারণে হ্যাজার্ডের বাঁ-পায়ের ঊরুতে রেকটাস ক্ষতিগ্রস্থ হয়েছে।’ চোটের গুরুত্ব অনুধাবন করে আশঙ্কা করা হচ্ছে প্রথম তিন থেকে চারটি ম্যাচেও মাঠের বাইরে থাকতে হতে পারে বেলজিয়ান মিডিওকে। সেক্ষেত্রে আন্তর্জাতিক বিরতির পর আগামী ১৪ সেপ্টেম্বর লেভান্তের বিরুদ্ধে রিয়ালের জার্সি গায়ে অভিষেক ঘটতে পারে হ্যাজার্ডের।