জুন মাস থেকে কাগজে কলমে বর্ষা এলেও তার উপস্থিতি সেভাবে টের পাওয়া যায়নি। গতকাল দুপুর থেকে দাপট দেখাল বর্ষা৷ বোঝা গেল বর্ষার আসল মহিমা! আবহাওয়া দফতর জানিয়েছে আগামী ২৪ ঘন্টা পশ্চিমবঙ্গে চলবে ভারী বৃষ্টি৷
আগামী ২৪ ঘণ্টায় সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির পূ্র্বাভাস দিল হাওয়া অফিস। শনিবার সকাল থেকে আকাশ কালো মেঘে ছেয়ে গিয়েছে। দফায় দফায় ভারী বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ। ঘূর্ণাবর্ত-অক্ষরেখার সৌজন্যে শুক্রবারের মতো শনিবারও বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। সেই সঙ্গে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা জানিয়েছে হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গে দীর্ঘদিন ধরেই ভারী বর্ষণ না হওয়ায় মানুষের মধ্যে একটা হা-হুতাশ ছিলই। এদিনের বৃষ্টি তাই কিছুটা স্বস্তি এনে দিলেও ব্যাপক দুর্ভোগে নাজেহাল হতে হয়েছে মানুষকে। শুধু বৃষ্টিপাত নয়, সঙ্গে দোসর ছিল মুহুর্মুহু বজ্রপাত।
গতকাল দুপুরেই নেমে আসে রাতের আঁধার৷ চলে মুষলধারায় বৃষ্টি৷ বেশ কিছু জায়গায় সাময়িক ভাবে জলও জমে৷ তবে গতকালের বৃষ্টি স্বস্তির হলেও কিছুক্ষেত্রে তা অত্যন্ত মর্মান্তিকও বটে৷ গতকাল স্ত্রীর জন্মদিনে ভিক্টোরিয়া গিয়ে বজ্রাঘাতে মারা যান দমদমের এক বাসিন্দা৷ বজ্রপাতের শব্দে হৃদরোগে মারা যান রিজেন্ট পার্কের এক বাসিন্দা৷ বজ্রপাতের জেরে জখম প্রায় ১৬৷ সব মিলিয়ে যে বর্ষার জন্য সকলে অপেক্ষা করছিলেন এতদিন সেই বর্ষা এল এবং ভোগান্তি অব্যাহতও থাকল৷