গত কয়েকদিন ধরেই দেশজুড়ে চলছে ভারী বৃষ্টিপাত। বৃষ্টি হচ্ছে বাংলাতেও। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে যে বেশ কয়েকটি জায়গায় ধেয়ে আসছে তুমুল বৃষ্টি। হাওয়ায় দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং বিহারে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা।
ভারতীয় মৌসম বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ এবং বিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা। মধ্যপ্রদেশ এবং উড়িষ্যায় জারি হয়েছে সতর্কতা। উড়িষ্যার আসেপাশের এলাকায় জারি হয়েছে লাল সতর্কতা।
মধ্যপ্রদেশ, কেরালা, মহারাষ্ট্র-সহ ২৩টি রাজ্যে আগামী ১ সপ্তাহে ভারী বৃষ্টির সম্ভাবনা। হাওয়া অফিস জানিয়েছে, প্রথম দিকে বৃষ্টি কম হলেও জুলাইয়ের শেষ থেকে ভালো বৃষ্টি হচ্ছে। মহারাষ্ট্র-সহ ৬টি রাজ্যে স্বাভাবিকের থেকে অধিক বৃষ্টি হয়েছে। এছাড়াও ২১টি রাজ্যে প্রায় স্বাভাবিক বৃষ্টি হয়েছে। দিল্লী এবং হরিয়ানা-সহ ৯টি রাজ্যে স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাত হয়েছে।