গোটা দেশ যখন স্বাধীনতা দিবস উদযাপন করছে তখনও নিজের কুমন্তব্যের বাণ অব্যাহত রাখলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ তৃণমূল কর্মীদের বাড়িতে পাকিস্তানের পতাকা পাঠানোর হুমকি দিলেন দিলীপ৷
স্বাধীনতা দিবসের দিনে হাওড়ার বঙ্গবাসী এলাকায় বিজেপির এক অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। নিজের ফেসবুক পেজে সেই ছবি পোস্ট করেন দিলীপ। আর সেই সঙ্গেই হুমকির সুরে লিখেছেন, “তৃণমূল পুলিশের মাধ্যমে জায়গায় জায়গায় ভারত মাতা পুজো বন্ধ করার চেষ্টা করছে, যদি তারা নিজেদের শুধরে না নেয় তাহলে আমরা তৃণমূল নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে পাকিস্তানের পতাকা পাঠাব।”
স্বাধীনতা দিবসে বিজেপির ভারতমাতা পুজোকে কেন্দ্র করে বিচ্ছিন্ন অশান্তি ছড়ায়।১৪ আগস্ট শিবপুর থানাপুলিশের বক্তব্য, ভারতমাতা পুজোর কোনও অনুমতি নেওয়া হয়নি। জানা গেছে এই পুজোর জন্য সত্যিই নেওয়া হয়নি কোন অনুমতি৷
উল্লেখ্য এর আগেও দিলীপ বহুবার নানারকম কুরুচিকর মন্তব্য করেছেন বিরোধী দলের উদ্দেশ্যে৷ তবে এবার যেন সবকিছুর মাত্রা ছাড়ালেন তিনি৷