বড়সড় অঘটন ঘটল সিনসিনাটি মাস্টার্সে। টুর্নামেন্টের শেষ ১৬ থেকে ছিটকে গেলেন সাত বারের চ্যাম্পিয়ন রজার ফেডেরার। আর তাঁকে হারিয়ে তাক লাগিয়ে দিলেন ২১ বছর বয়সী রাশিয়ান আন্দ্রে রুবলেভ। মাত্র ৬২ মিনিটেই ম্যাচ হারেন ফেডেরার। খেলার দল ৬-৩, ৬-৪।
এদিন মাত্র এক ঘণ্টার একটু বেশি সময়ে ম্যাচ হারেন ফেডেরার, যা শেষ ১৬ বছরে কখনও হয়নি। এর আগে ২০০৩ সালে একবার ফাঙ্কো স্কুইলিনির কাছে ৫৪ মিনিটে একটি ম্যাচ হেরেছিলেন টেনিস সম্রাট। ম্যাচের পর বিপক্ষের প্রশংসা করে রজার বলেন, “ও দুর্দান্ত। ডিফেন্স, অফেন্স বা সার্ভিস, সবই নিখুঁত। আমায় কোনও সুযোগই দেয়নি। অসাধারণ ম্যাচ খেলেছে। আমি বেশ ইম্প্রেশড। ওর সঙ্গে টক্কর দিতে হলে আমায় আরও ভাল খেলতে হবে।”
অন্যদিকে, এই প্রথম কোনও এটিপি মাস্টার্স ১০০০ -এর শেষ আটে উঠলেন রুবলেভ। কোয়ার্টার ফাইনালে তাঁর প্রতিপক্ষ রাশিয়ারই দানিল মাদভেদেভ। পাশাপাশি, শীর্ষ বাছাই তথা গতবারের চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ অবশ্য সহজ জয় পেয়েছেন। স্পেনের পাবলো ক্যারেরোকে ৬-৩, ৬-৪ ব্যবধানে হারান। শেষ আটে তাঁর সামনে ফ্রান্সের লুকাস পৌলি।