রাজধানীতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে নিজের ভাষণে ৩৭০ ধারা বিলোপ নিয়ে মন্তব্য করে হাততালি কুড়োলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অস্বস্তি বাড়ালেন প্রাক্তন অর্থমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা পি চিদম্বরম। স্বাধীনতা দিবসেও প্রধানমন্ত্রীর অস্বস্তি বাড়িয়ে কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে বিস্ফোরক টুইট করেন তিনি। তাঁর দাবি, এমন দিনেও কী কারণে জম্মু ও কাশ্মীরের তিন প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্বাধীনতা খর্ব করা হয়েছে, এর জবাব দিতে হবে কেন্দ্রকে।
প্রসঙ্গত, সংবিধানের ৩৭০ ধারায় প্রাপ্য জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা খারিজ হওয়ার পরে গত ৬ আগস্ট থেকে গৃহবন্দী রয়েছেন তিন প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা, ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতি। গতকাল এ নিয়েই নিজের টুইটার হ্যান্ডেলে চিদম্বরম লেখেন, ‘গত ৬ অগস্ট থেকে কী কারণে জম্মু-কাশ্মীরের তিন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আটক রাখা হয়েছে? তাঁদের মধ্যে দুই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কার্যত নির্জন কারাবাসে রাখা হয়েছে। একজনকে রাখা হয়েছে গৃহবন্দী।’ শুধু তাই নয়, কেন বিচ্ছিন্নতাবাদী এবং সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে সংগ্রামকারী রাজনৈতিক নেতাদের জেলবন্দী করা হয়েছে, তা নিয়েও প্রশ্ন তোলেন চিদম্বরম।