প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি গত ৯ আগস্ট থেকে গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি দিল্লীর এইমসে। তাঁর চিকিৎসা চলছে। এরই মধ্যে তাঁকে ঘিরে ভুয়ো খবর সৃষ্টি করে বিতর্কে জড়ালেন বিজেপি মন্ত্রী। দেশের প্রাক্তন অর্থমন্ত্রী মারা গিয়েছেন। এই ভেবে একটি অনুষ্ঠানে অরুণ জেটলির প্রতি শ্রদ্ধা নিবেদন করে বিতর্ক তৈরি করলেন গুজরাটের এক মন্ত্রী।
অত্যন্ত নিন্দনীয় এই ঘটনাটি ঘটেছে গুজরাটের কুচ প্রদেশের একটি গ্রামে। ওই গ্রামের কৃষকরা এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। প্রধান অতিথি হিসেবে ডাকা হয়েছিল গুজরাটের পর্যটনমন্ত্রী ভাসান আহিরকে। সেখানেই এই কান্ডটি করেন তিনি। শুধু অরুণ জেটলির প্রতি শ্রদ্ধা নিবেদন করেই ক্ষান্ত থাকেননি তিনি, অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেককে দুমিনিট নীরবতা পালনও করতে বলেন তিনি।
সূত্রের খবর, ওই অনুষ্ঠানে গুজরাটের পর্যটন মন্ত্রী বলেন, ‘আমাদের অর্থমন্ত্রী আজ মৃত। আমাদের সকলের উচিত তার প্রতি শ্রদ্ধা জানানো। তাকে যথাযথ সম্মান দেওয়া।’ ঘটনাটি ছড়িয়ে পড়তেই একাধিক সংবাদ মাধ্যমের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়। কিন্তু কোনওভাবেই তা সম্ভব হয়নি। গুজরাটের মন্ত্রী যা ঘটিয়েছেন, তাতে বেশ সমস্যায় পড়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।
পরিস্থিতি সামাল দিতে হয়েছে কুচ প্রদেশের বিজেপির সাধারণ সম্পাদক রাজেন্দ্র জাদেজাকে। তিনি নিজের দলের কর্মীকে বাঁচাতে মিথ্যা সাফাই গেয়েছেন , ‘আমিও সভায় উপস্থিত ছিলাম। আমাকেও অতিথি হিসেবে ডাকা হয়েছিল। কিন্তু এরকম কোন ঘটনা ঘটেনি সেখানে।’ তবে তাতে বরফ গলেনি। কারণ ততক্ষণে যা কান্ড ঘটার ঘটিয়েই ফেলেছেন ওই বিজেপি নেতা।