সিবিআই তলবে সাড়া দিয়ে সিজিও কমপ্লেক্সে গেলেন পার্থ চট্টোপাধ্যায়। সারদা মামলায় শুক্রবার সকালেই তাঁকে তলব করে সিবিআই। এদিনই হাজিরা দিতে বলা হয় শিক্ষামন্ত্রীকে। এরপরই বেলা ২টো নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছন পার্থ চট্টোপাধ্যায়কে।
সিবিআই সূত্রে খবর, তৃণমূলের দলীয় মুখপত্র জাগো বাংলার কিছু আর্থিক লেনদেন সম্পর্কে জানতে চাওয়া হবে পার্থ চট্টোপাধ্যায়ের থেকে। এর আগে জাগো বাংলার অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য জানতে জিজ্ঞাসাবাদ করা হয়েছে শীর্ষ তৃণমূল নেতা সুব্রত বক্সি এবং তৃণমূলের রাজ্যসভার দলনেতা তথা প্রধান জাতীয় মুখপাত্র ডেরেক ও ব্রায়েনকেও।
এর আগে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়ানকে জিজ্ঞাসাবাদের বিষয়ে ডেরেক টুইকরে বলেছিলেন, সম্পূর্ণভাবেই রাজনৈতিক প্রতিহিংসা কাজ করছে। সংসদে তথ্যের অধিকার সংশোধনী বিলের বিরোধিতা করার জেরেই এই নোটিশ। জাগো বাংলার প্রকাশক ডেরেক ও’ব্রায়ান এবং সম্পাদক সুব্রত বক্সি। এর আগে সুব্রত বক্সিকেও তলব করে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। সেসময় সিবিআই-কে দলীয় মুখপত্রের তহবিল সংক্রান্ত সমস্ত নথিপত্রও দিয়েছিলেন সুব্রত বক্সি। তারপরই ডাক পান ডেরেক। আর এবার সেই তালিকায় তৃতীয় নাম হল পার্থ চট্টোপাধ্যায়।