বৃহস্পতিবার স্বাধীনতা দিবসেও মোদী সরকারের উদ্দেশ্যে বিস্ফোরক টুইট করে প্রাক্তন অর্থমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা পি চিদম্বরম সাফ জানিয়েছিলে, এমন দিনেও কী কারণে জম্মু ও কাশ্মীরের তিন প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্বাধীনতা খর্ব করা হয়েছে, এর জবাব দিতে হবে কেন্দ্রকে। এবার এ নিয়ে মুখ খুলে কেন্দ্রের অস্বস্তি আরও বাড়ালেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির মেয়ে ইলতিজা জাভেদ।
প্রসঙ্গত, কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের আগেই আটক করা হয়েছিল সেখানকার দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি-ওমর আবদুল্লাকে। পরে তাঁদের গ্রেফতারও করা হয়। গৃহবন্দী আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাও। এরপরই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উদ্দেশে ভয়েস মেসেজ পাঠিয়েছেন মেহবুবার মেয়ে ইলতিজা জাভেদ। সেইসঙ্গে চিঠিও লিখেছেন। চিঠি ও ভয়েস মেসেজের বক্তব্য একই। দুই ক্ষেত্রেই ইলতিজার অভিযোগ, তাঁকে আটকে রাখা হচ্ছে। ভয় দেখানো হচ্ছে, মিডিয়ার সঙ্গে কথা বললে পরিস্থিতি খুব খারাপ হবে।
প্রায় ১২ দিন ধরে কড়া নিষেধাজ্ঞার ঘেরাটোপে রয়েছে কাশ্মীর। এ প্রসঙ্গে ইলতিজা লিখেছেন, সারা দেশ যখন স্বাধীনতা দিবস পালন করছে, তখন কাশ্মীরিদের অবস্থা খাঁচায় বন্দী জন্তুর মতো। তারা মানবাধিকার থেকে বঞ্চিত। তাঁর অভিযোগ, কেউ দেখা করতে এলে তাঁকে বাড়ির গেট থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। তাঁকেও বাড়ির বাইরে বেরোতে দেওয়া হচ্ছে না। শাহর কাছে ইলতিজার প্রশ্ন, আমাকে আটকে রাখা হয়েছে কেন?
তিনি আরও জানিয়েছেন যে, নিরাপত্তা রক্ষীরা বলছে, তিনি সংবাদপত্রে যে ইন্টারভিউ দিয়েছিলেন সেজন্যই তাঁকে আটক করা হয়েছে। তাঁকে হুমকি দেওয়া হচ্ছে, ফের মুখ খুললে পরিণতি খারাপ হবে। নিজের কথা বলতে গিয়ে ইলতিজা কোনও রাখঢাক না রেখেই জানিয়েছেন, আমার সঙ্গে এমন ব্যবহার করা হচ্ছে যেন আমি অপরাধী। আমি নিজের জীবনের ভয় পাচ্ছি। যে কাশ্মীরিদের হয়ে আমি মুখ খুলেছি, তাঁদেরও জীবনের ভয় আছে।