গুরুতর অসুস্থ হয়ে গত ৯ আগস্ট হাসপাতালে ভর্তি হয়েছিলেন অরুণ জেটলি। তাঁকে রাখা হয়েছিল ভেন্টিলেশনে। আজ সকাল এগারোটা নাগাদ দিল্লীর এইমস থেকে জানানো হয় জেটলির অবস্থা অত্যন্ত সঙ্কটজনক।
এইমসে ভর্তির দিন থেকেই তাঁকে রাখা হয়েছে ভেন্টিলেশনে। আইসিইউ বিভাগে তিনি চিকিৎসারত রয়েছেন। সেদিন এইমস প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে জানানো হয়, প্রাক্তন মন্ত্রীর চিকিৎসার তত্ত্বাবধানে রয়েছেন বিবিধ বিশেষজ্ঞদের দ্বারা গঠিত বিশেষ চিকিৎসক দল। জানানো হয়, আপাতত ‘হেমোডাইনামিক্যাল ভিত্তিতে’ তিনি স্থিতিশীল অবস্থায় রয়েছেন। আর তারপরে আজকের এই বুলেটিনে প্রকাশ করা হয় এই তথ্য। জানা গেছে অবস্থার আরও অবনতি হয়েছে তাঁর। তবে চিকিৎসকেরা সব রকম চেষ্টা চালাচ্ছেন।
উল্লেখ্য দীর্ঘ সময় ধরেই অসুস্থ রয়েছেন ক্যানসার আক্রান্ত অরুণ জেটলি। অসুস্থতার কারণে তিনি ২০১৯ সালের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নেন। তবে এবারের মত অবস্থা কখনো হয়নি তাঁর। এদিকে জেটলির সম্পর্কে ভুয়ো খবর ছড়িয়ে বিপাকে গুজরাটের এক বিজেপি নেতা। এক অনুষ্ঠানে গিয়ে তিনি বলেন প্রাক্তন অর্থমন্ত্রী মারা গেছেন শুধু তাই নয় তাঁর উদ্দেশ্যে ২ মিনিটের নীরবতাও পালন করেন তিনি। এই ঘটনার খবর সামনে আসতেই ফের বিপাকে বিজেপি নেতৃত্ব।