বাংলা জুড়ে তাণ্ডব চালাচ্ছে বিজেপি। ফের একবার অশান্তি ছড়াল উত্তর ২৪ পরগনার কামারহাটি পুরসভার দক্ষিণেশ্বর মন্দির এলাকায়। বচসার সূত্রপাত জয় শ্রীরাম ধ্বনি না বলাকে কেন্দ্র করে। বৃহস্পতিবার রাতে দক্ষিণেশ্বর মন্দির এলাকায় তে জয় শ্রীরাম না বলার কারণে মুহূর্তের মধ্যে পরিস্থিতি রণক্ষেত্রের চেহারা নেয়। জয় শ্রীরাম না বলা ও তার জেরে বচসা থেকে রীতিমত অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। ঘটনায় আক্রান্ত স্থানীয় তৃণমূল কাউন্সিলারকে ব্যাপক মারধর করা হয়। আক্রান্ত হয় তার ছেলেও। ঘটনার জেরে শুক্রবার গ্রেফতার করা হয়েছে ১ জনকে। বাদবাকিদের খোঁজে চলছে তল্লাশি।
এলাকায় গন্ডগোলের খবর পেয়ে ঘটনা স্থলে আসেন কামারহাটি পুরসভার ২ নম্বর ওয়ার্ডর কাউন্সিলার শঙ্করী ভৌমিক ও তাঁর ছেলে অরিন্দম ভৌমিক। স্থানীয়দের দাবি এর পরই দুই পক্ষের মধ্যে শুরু হয় হাতাহাতি। চলে ইট বৃষ্টি বলেও অভিযোগ। পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে পৌঁছায় বরানগর পুলিশের বিশাল পুলিশ বাহিনী। লাঠি চার্জ করে দুই পক্ষকে হঠিয়েদেয় পুলিশ। সংঘর্ষে গুরুতর আহত হন কাউন্সিলরের ছেলে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ বৃহস্পতিবার রাতে, দক্ষিণেশ্বর ব্রিজের নীচে দুই যুবককে জয় শ্রীরাম বলার জন্য জোর করে স্থানীয় এক বিজেপি আশ্রিত দুষ্কৃতী। এই দুই যুবক তা না বলায় শুরু হয় বচসা। তার থেকেই চলে মারধর। এরপরই দুষ্কৃতীরা দলবল নিয়ে পালটা আক্রমণ করে। অভিযোগ ঘটনার জড়িয়ে পড়ে বেশ কয়েজন তৃণমূল সমর্থক ও স্থানীয় নেতা।