পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে নৃশংস ভাবে খুন করা হয়েছিল এক তৃণমূল কর্মীকে। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছিল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের প্রতি। আগেই ৩ সন্দেহভাজনকে আটক করেছিল পুলিশ। জিজ্ঞাসাবাদের পরে তাঁদেরই ২ জনকে এবার গ্রেফতার করল পুলিশ। ধৃত বিশ্বজিৎ জানা এবং বটকৃষ্ণ বেরা এলাকায় বিজেপি কর্মী বলেই পরিচিত। গতকাল তাঁদের কাঁথি আদালতে তোলা হলে বিচারক তাঁদের ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
পূ্র্ব মেদিনীপুরের ভগবানপুর ১ নম্বর ব্লকের মহম্মদপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা বিশ্বজিৎ বাগ। এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী হিসেবেই পরিচিত ছিলেন তিনি। মঙ্গলবার রাতে ছোট ছেলেকে নিয়ে পশ্চিম মেদিনীপুরের এক আত্মীয়ের বাড়ি থেকে ফেরার সময়ে তাঁর ওপরে হামলা চালানো হয় যার জেরে মারা যান তিনি।
বিশ্বজিতের বাবা রতন বাগ ২০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ভগবানপুর থানায়। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের তালিকায় নাম ছিল বিশ্বজিৎ ও বটকৃষ্ণের। বাকিদের খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছে পুলিশ।ধৃত দু’জন স্থানীয় পশ্চিম বাড় গ্রামের বিজেপি কর্মী হওয়ায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূলের ভগবানপুর ১ ব্লক সভাপতি মদনমোহন পাত্র বলেন, ‘‘বিজেপি-ই এই ঘটনায় জড়িত। আমরা পুলিশকে দ্রুত ব্যবস্থা নিতে ।