আজ রাখীবন্ধন। বঙ্গভঙ্গের সময় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু-মুসলমানদের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে এই উৎসব শুরু করেছিলেন। তবে এখন এটি হয়ে গেছে ভাইবোনের উৎসব। ভাইয়ের মঙ্গল কামনায় তাঁর হাতে রাখি পরিয়ে দেয় বোন। আর বোনের পাশে থেকে তাঁকে আজীবন সুরক্ষার প্রতিশ্রুতি দেয় ভাই।
তবে বিজেপি নেতারা এসবের থেকে একটু আলাদা। তাঁরা গরুকে রাখী পড়িয়ে এই উৎসব পালন করেন। যেমন লখনউয়ের বিজেপি নেতা ভুক্কল নবাব। তিনি আজকে গরুর গলায় রাখী পড়ালেন। তার আগে গরুপুজো করেন তিনি এবং বিজেপি নেতা, কর্মীরা। এনিয়ে দ্বিতীয় বছর হচ্ছে এই উৎসব।
জানা গেছে, মানুষের সঙ্গে গরুর সম্পর্ক আরও সুদৃঢ় করতে এবং গোহত্যা বন্ধ করতেই এই আয়োজন। গত বছরই সপা ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন নিজেকে হনুমান ভক্ত বলে পরিচয় দেওয়া বিজেপি নেতা ভুক্কল নবাব। বর্তমানে উত্তর প্রদেশ বিজেপির গুরুত্বপূর্ণ পদে রয়েছেন ভুক্কল। আর এই ঘটনায় ফের আরও একবার নতুনভাবে খবরের শিরোনামে উত্তর প্রদেশ।