ওয়ান ডে ক্রিকেটে প্রায় প্রতি ম্যাচের কোনও না কোনও নতুন নজির গড়ছেন বিরাট কোহলি৷ পোর্ট অফ স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি করে একাধিক রেকর্ড গড়েছিলেন ভারত অধিনায়ক৷ এবার তৃতীয় ম্যাচে ৯৯ বলে অপরাজিত ১১৪ রানের ইনিংস খেলার পর কিংবদন্তি সচিন তেন্ডুলকরের একটি বিশ্বরেকর্ড ছোঁয়ার পাশাপাশি আরও কয়েকটি নজির গড়েন কোহলি৷
ওয়ানডেতে ৪৩টি শতরান হয়ে গেল বিরাটের। এর মধ্যে ৯টি শতরান আছে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে।
ভারতের সর্বাকালের সেরা ব্যাটসম্যান সচিন তেন্ডুলকরের থেকে ১৮৫টি ইনিংস কম খেলে এই নজির গড়েন ভারত অধিনায়ক।
৪৩টি সেঞ্চুরি করতে সচিন তেন্ডুলকরের লেগেছিল ৪১৫ ইনিংস। ২০০৯ সলে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ৪৩তম সেঞ্চুরিটি করেছিলেন। বিরাটের ৪৩তম সেঞ্চুরি এল ২৩০ ইনিংসে।
সবমিলিয়ে বিরাট কোহলির আন্তর্জাতিক সেঞ্চুরি দাঁড়াল ৬৮।