বুধবার উয়েফা সুপার কাপে মুখোমুখি হচ্ছে লিভারপুল ও চেলসি। গত মরশুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল জুরগেন ক্লপের প্রশিক্ষণাধীন লিভারপুল। পক্ষান্তরে, মরিসিও সারি চেলসিকে জিতিয়েছিলেন উয়েফা ইউরোপা লিগ। এবার উয়েফা সুপার কাপে নিঃসন্দেহে ফেবারিট লিভারপুল। নরউইচ সিটিকে ৪-১ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগ অভিযান শুরু করেছে ক্লপ-ব্রিগেড। আর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কাছে ০-৪ গোলে হার মেনেছে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের চেলসি। লিভারপুলের ব্রাজিলিয়ান গোলরক্ষক আলিসন চোটের কারণে এই ম্যাচ খেলতে পারবেন না। তাঁর পরিবর্তে ওয়েস্ট হ্যাম থেকে নেওয়া আদ্রিয়ানকে খেলানোর পরিকল্পনা রয়েছে ক্লপের। তিনি দল সাজাবেন ৪-৩-৩ ফর্মেশনে। আপফ্রন্টে শুরু করার সম্ভাবনা বেশি মো সালাহ, ডিভক ওরিজি এবং সাদিও মানের। প্রয়োজন হলে মাঠে নামতে পারেন ব্রাজিলিয়ান তারকা রবার্তো ফারমিনো।
মঙ্গলবার লিভারপুলের জার্মান প্রশিক্ষক ক্লপ বলেছেন, “মরশুমের শুরু থেকেই জয়ের অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। আর তারজন্যই উয়েফা সুপার কাপ জিততে চাই। চেলসি শক্তিশালী দল। ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে ম্যান ইউয়ের কাছে হারলেও ল্যাম্পার্ড-ব্রিগেডকে গুরুত্ব দিতেই হবে। একটা হারে কিছুই প্রমাণ হয় না। ঠিক যেমন, কমিউনিটি শিল্ডে টাই-ব্রেকারে ম্যান সিটির কাছে হারলেও আমরা বিশ্বের যে কোনও দলের কাছে সমীহ আদায় করে নিতে পারি”।
গতবার আর্সেনালকে হারিয়ে উয়েফা ইউরোপা লিগ জিতেছিল চেলসি। তবে সেই দল থেকে ছিটকে গিয়েছেন বেলজিয়ান তারকা ইডেন হ্যাজার্ড। কোভাসিচ, জর্জিনহোদের দিয়েই সেই অভাব ঢাকতে চাইছেন ল্যাম্পার্ড। তাঁর আপফ্রন্টেও সমস্যা রয়েছে। অলিভার জিরুর পাশে পালিসিচ কেমন খেলেন তার উপরে অনেকটাই নির্ভর করছে ম্যাচের ভাগ্য। এদিনের অনুশীলনে ডিফেন্ডারদের সঙ্গে মিডফিল্ডারদের বোঝাপড়া বাড়ানোর দিকে জোর দিয়েছিলেন ল্যাম্পার্ড।