১৫ আগস্ট স্বাধীনতা দিবস। তবে এবার স্বাধীনতা দিবস উদযাপনের সঙ্গে এবার দেশজুড়ে পালিত হবে পবিত্র রাখী বন্ধন উৎসব। তবে এই বছরে আগেভাগেই রাখী উদযাপন করলেন ভারতীয় ক্রিকেট দলের পেসার বুমরাহ। কারণ আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর।
ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ভারতীয় দলের সঙ্গে যোগ দিতে মঙ্গলবারই দেশ ছাড়েন জশপ্রীত বুমরাহ৷ তাই দু’দিন আগেই রাখি বন্ধন সেরে ফেলেন বুমরাহ৷ তার আগেই বোন জুহিকার কাছে রাখি বাঁধার পর সেই ছবি টুইট করেছেন তিনি। সঙ্গে লেখেন, “ভারতীয় দলের দায়িত্ব পালন মানে রাখি বন্ধনের সময় আমি এখানে থাকব না। কিন্তু এই অনুষ্ঠান জুহিকার সঙ্গে সেলিব্রেট, আমি মিস করতে চাই না৷ সবসময় আমার পাশে থাকার জন্য ধন্যবাদ।”
বিশ্বকাপের পর ক্যারিবিয়ান সফরে টি-টোয়েন্টি এবং একদিনের সিরিজে বিশ্রামে ছিলেন বুমরাহ। একদিনের সিরিজ শেষে শুরু টেস্ট সিরিজ। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া। সীমিত ওভারের ক্রিকেট থেকে বিশ্রাম নিলেও টেস্ট সিরিজে খেলবেন জশপ্রীত।