জম্মু ও কাশ্মীর নিয়ে নানা বিতর্কের মাঝেই সেখানকার রাজ্যপাল সত্যপাল মালিকের মন্তব্যের জবাব দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তবে তিনি বললেন, কাশ্মীর পরিদর্শনের জন্য বিমান লাগবে না। শুধু সেখানকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলার স্বাধীনতা দিলেই চলবে।
মঙ্গলবার টুইটে রাহুল লিখেছেন, “প্রিয় রাজ্যপাল মালিক, আপনার আমন্ত্রণ গ্রহণ করে বিরোধী দলের প্রতিনিধিরা ও আমি জম্মু ও কাশ্মীর এবং লাদাখে যাব। আমাদের জন্য কোনো বিমান দেওয়ার প্রয়োজন নেই। তবে সেখানে সাধারণ মানুষ, স্থানীয় নেতানেত্রী ও কর্তব্যরত নিরাপত্তা বাহিনীর সঙ্গে কথা বলার স্বাধীনতাটুকু নিশ্চিত করবেন।”
অন্যদিকে রাজ্যপালের বিমান ব্যবস্থার কথা শুনে কংগ্রেস নেতা শশী থারুরও মুখ খোলেন। রাজ্যপালের সেই বক্তব্যের পর কংগ্রেস নেতা শশী থারুর সংবাদমাধ্যমের সামনে আর্জি জানান, যেন সর্বদলের প্রতিনিধিকেই ভূস্বর্গ পরিদর্শনের আমন্ত্রণ জানানো হয়।
এর আগে, সোমবার রাহুলকে একহাত নিয়ে ভূস্বর্গের পরিস্থিতি খতিয়ে দেখার জন্য আমন্ত্রণ জানান মালিক। তিনি বলেন, ‘আমি রাহুল গান্ধীকে এ খানে আসার অনুরোধ জানাচ্ছি। আমি আপনাকে বিমান পাঠাব। পরিস্থিতি দেখে যান। তারপর কথা বলুন। আপনি একজন দায়িত্বশীল ব্যক্তি আর আপনার এমন কথা বলা ঠিক না।’