টি-২০ সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে ভারত৷ এবার তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া৷ পোর্ট অফ স্পেনে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ক্যারিবিয়ানদের ডাকওয়ার্থ-লুইস নিয়মে ৫৯ রানে পরাজিত করে মেন ইন ব্লু’রা৷ ওয়েস্ট ইন্ডিজ জবাবে ব্যাট করতে নামলে বৃষ্টিতে বেশ কিছুটা সময় নষ্ট হয়৷ ফলে ক্যারিবিয়ান ইনিংসের দৈর্ঘ্য ছোট হয়ে দাঁড়ায় ৪৬ ওভারে৷ তাতে জয়ের জন্য হোল্ডারদের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ২৭০ রানের৷ শেষমেশ ৪২ ওভারে ওয়েস্ট ইন্ডিজ অল-আউট হয়ে যায় ২১০ রানে৷ এভিন লুইস ও নিকোলাস পুরান ছাড়া ব্যাট হাতে প্রতিরোধ গড়তে পারেননি কেউই৷ ভুবনেশ্বর কুমারের নিয়ন্ত্রিত স্যুইংয়ে ধরাশায়ী হয় ওয়েস্ট ইন্ডিজ৷ পাল্লা দিয়ে উইকেট তোলেন শামি, কুলদীপরাও৷
টস জিতে প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২৭৯ রান তোলে৷ অনবদ্য শতরান করেন ভারত অধিনায়ক বিরাট কোহলি৷ তাঁকে যথাযোগ্য সঙ্গত করে হাফসেঞ্চুরি করেন শ্রেয়স আইয়ার৷ কার্লোস ব্রাথওয়েট প্রভাবশালী বোলিং করেন৷ উইকেট তোলেন কটরেল, হোল্ডার, রোস্টন চেসরাও৷
শ্রেয়স আইয়ার পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ৭১ রানের আগ্রাসী ইনিংস খেলেন৷ ৬৮ বলে ক্রিজে কাটিয়ে ৫টি চার ও ১টি ছক্কা হাঁকান আইয়ার৷ কেদার যাদব ২টি চারের সাহায্যে ১৪ বলে ১৬ রান করে রান-আউট হন৷ ভুবনেশ্বর কুমার ১ রান করে ব্রাথওয়েটের তৃতীয় শিকার হন৷ শামি ৫ বলে ৩ ও জাদেজা ১৬ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন৷
ভারতীয় ইনিংসের শুরুটা এই ম্যাচে মনে রাখার মতো হয়নি৷ মাত্র ২ রান করে কটরেলের বলে এলবিডব্লু হন শিখর ধাওয়ান৷ কোহলির সঙ্গে জুটিতে ৭৪ রান যোগ করলেও ব্যক্তিগত ১৮ রানের মাথায় রোস্টন চেসের বলে আউট হয়ে বসেন রোহিত শর্মা৷ ৩৪ বলের সতর্ক ইনিংসে হিটম্যান ২টি বাউন্ডারি মারেন৷ ঋষভ পন্ত চার নম্বরে ব্যাট করতে নেমে ৩৫ বলে ২০ রান করে ব্রাথওয়েটের বলে বোল্ড হন৷